সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলাদেশের কক্সবাজারের কাছে বায়ুসেনা ঘাঁটিতে হামলা! সংঘর্ষে মৃত্যু এক যুবকের। এমনটাই জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এই ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে বলে খবর।
ঠিক কী ঘটেছে? বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলো সূত্রে খবর, কক্সবাজার বিমানবন্দরের কাছে বিমানবাহিনীর নির্মাণাধীন ঘাঁটিতে হামলা ও ইটপাটকেল ছোড়ার ঘটনা ঘটেছে। বেশ কয়েক রাউন্ড গুলিও চলে। সেই গুলিতেই মৃত্যু হয়েছে শাহাব কবির নাহিদ (৩০) নামে এক যুবকের। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে জাহেদ হোসেন নামের এক তরুণের সঙ্গে বিমানবাহিনীর একটি তল্লাশি চৌকিতে হেলমেট পরা নিয়ে কর্তব্যরত ব্যক্তিদের কথা-কাটাকাটি হয়।
এরপর জাহেদের আত্মীয়স্বজন বিমানবাহিনীর নির্মাণাধীন ঘাঁটিতে চলে যান ও সদস্যদের উপর ইটপাটকেল নিক্ষেপ শুরু করে বলে অভিযোগ। প্রায় আধা ঘণ্টা ধরে সংঘর্ষ চলার পর উভয়পক্ষের ধাওয়া পালটা ধাওয়া শুরু হয়। সেই সময় বেশ কয়েক রাউন্ড গুলিও চলে বলে খবর। তাতে গুলিবিদ্ধ হন শিহাব। এরপর স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানেই চিকিৎসক শিহাবকে মৃত ঘোষণা করেন।
জানা গিয়েছে, শিহাবের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে উত্তেজনা আরও বাড়ে। স্থানীয় লোকজন লাঠিসোঁটা নিয়ে বিমানবাহিনীর ঘাঁটির দিকে আসতে থাকেন। দুপুর ১২টার দিকে কক্সবাজার-৩ আসনের প্রাক্তন সাংসদ ও বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবীবিষয়ক সম্পাদক লুৎফর রহমান ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত লোকজনকে সরিয়ে দেন। তারপর থেকেই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এনিয়ে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ ইলিয়াস খান জানান, পরিস্থিতি এখন স্বাভাবিক। ঘটনাস্থলে ৫০-৬০ জন পুলিশ রয়েছেন। হেলমেটহীন এক মোটরসাইকেল আরোহীকে বিমানবাহিনীর তল্লাশি চৌকিতে জিজ্ঞাসাবাদকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটে। এরপর আইএসপিআর এক বিবৃতি দিয়ে জানায়, কক্সবাজারের কাছে বিমানবাহিনীর ঘাঁটিতে বেশ কয়েকজন দুর্বৃত্ত অতর্কিত হামলা চালিয়েছে। এ ব্যাপারে বাংলাদেশ বিমানবাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। বলে রাখা ভালো, ‘নতুন’ বাংলাদেশে এখন অরাজক পরিস্থিতি। দিন দিন হামলা, খুন, ধর্ষণের মতো ঘটনা ঘটছে। এনিয়ে একের পর এক রিপোর্ট প্রকাশিত হচ্ছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.