ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তাল বাংলাদেশে শান্তি ফেরাতে প্রয়োজন নির্বাচন। কিন্তু ক্ষমতার লোভে ভোটপ্রক্রিয়া নিয়ে আগ্রহ দেখাচ্ছেন না অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মহম্মদ ইউনুস, এমনই অভিযোগ উঠছে বারবার। এই পরিস্থিতিতে বিজয় দিবসে ভাষণের মাঝেই নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন ইউনুস।
সোমবার বিজয় দিবসে বাংলাদেশের সংবাদমাধ্যমে মহম্মদ ইউনুসের ভাষণ সরাসরি সম্প্রচার করা হয়। সেখানে ভোটের সম্ভাব্য সময় জানান তিনি। বলেন, ২০২৫ সালের শেষ দিকে নির্বাচন হবে। তবে নির্বাচন কমিশন ও সংবিধান সংস্কার কমিশনের উপর নির্ভর করছে গোটা বিষয়টা। সেক্ষেত্রে ভোট পিছতে পারে ৬ মাস। এর পাশাপাশি এদিন সবাইকে মিলেমিশে চলার কথা বলেন ইউনুস। একশো শতাংশ মানুষ যাতে ভোটদান করেন, তা নিশ্চিত করতে হবে বলে মন্তব্যও করেন। এদিন ইউনুস জানান, প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে নির্বাচন কমিশন গঠন করা হয়ে গিয়েছে। ইতিমধ্যেই কমিশন দায়িত্ব গ্রহণ করেছে। তাঁদের হাতেই এখন গোটা প্রক্রিয়া।
উল্লেখ্য, হাসিনা সরকারের পতনের পর এখন বাংলাদেশের রাশ অন্তবর্তীকালীন সরকারের হাতে। ইউনুসের শাসনকালে অশান্ত হয়ে উঠেছে বাংলাদেশ। চরমে হিন্দু নির্যাতন। অশান্তি, হামলা, অত্যাচারে সন্ত্রস্ত আমজনতা। একমাত্র নির্বাচিত সরকারই শান্তি ফেরাতে পারে বলে মনে করছে সবমহল। এদিকে গদির লোভে ইউনুস ভোট প্রক্রিয়াকে বিলম্বিত করতে চাইছে বলে অভিযোগও উঠছে। এরই মাঝে ইউনুসের ভোটের সময় ঘোষণা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহল মহল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.