সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবারের তুলনায় কমল রাজ্যের দৈনিক করোনা (Corona Virus) সংক্রমণ। তবে ঊর্ধ্বমুখী কোভিড-১৯-এ মৃত্যুর গ্রাফ। ওমিক্রন আতঙ্কের মাঝেই চোখ রাঙাচ্ছেন কলকাতার সংক্রমণ। শনিবারও তিলোত্তমায় সংক্রমিত ২০০-র বেশি।
রাজ্য স্বাস্থ্যদপ্তরের রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা (Covid-19) আক্রান্ত হয়েছেন ৬১০ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ১০ জনের। আর মহামারীকে হারিয়ে সেরে উঠেছেন ৬১২ জন। দৈনিক আক্রান্তের চেয়ে সুস্থতার হার বেশি হওয়ায় সামান্য স্বস্তিতে রাজ্যের চিকিৎসকেরা।
এদিন দৈনিক সংক্রমণের নিরিখে রাজ্যে শীর্ষে কলকাতা। একদিনে মহানগরে করোনা আক্রান্ত হয়েছেন ২০৫ জন। শুক্রবারের তুলনায় সামান্য কমেছে সংক্রমণ। সংক্রমণের নিরিখে দ্বিতীয় স্থান রয়েছে উত্তর ২৪ পরগনা। আক্রান্তের সংখ্যা ১০২ জন। তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা (৫৫) ও হুগলি(৪৫)।
বাংলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬ লক্ষ ২২ হাজার ৬০৮ জন। মৃতের সংখ্যাও বেড়েছে কিছুটা। শনিবার করোনার বলি ১০ জন। তার ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯ হাজার ৫৯৪ জন। অ্যাকটিভ কেস ৭ হাজার ৫৬২ জন। পজিটিভিটি রেট কমে দাঁড়াল ১.৬৩ শতাংশ।
করোনায় দৈনিক আক্রান্ত এবং মৃতের সংখ্যা বৃদ্ধি হয়েছে ঠিকই, তেমনই আবার বেড়েছে সুস্থতার হার। এদিন করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৬১২ জন। তার ফলে করোনাজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫ লক্ষ ৯৫ হাজার ৪৫২ জন। যা স্বাভাবিকভাবেই ভরসা জোগাচ্ছে প্রায় সকলকেই। এদিন ৩৭ হাজার ৫২৭টি নমুনা পরীক্ষা হয়েছে। এখনও পর্যন্ত মোট ২ কোটি ৭ লক্ষ ২২ হাজার ৫৭৭ জনের কোভিড টেস্ট (Covid-19 Test) হয়েছে। কমেছে সংক্রমণ হার (Positivity Rate)।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.