সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলা পর্যাপ্ত পরিমাণে করোনা পরীক্ষা হচ্ছে না। একাধিকবার এমন অভিযোগ তুলে সরব হয়েছে বিরোধীরা। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দেন, রাজ্যে যথেষ্ট পরিমাণ কোভিড টেস্ট হচ্ছে। রাজ্যের স্বাস্থ্যদপ্তরের প্রতিদিনের বুলেটিনের দিকে নজর রাখলেও সে ছবিটা পরিষ্কার হয়ে যাবে। রোজই একটু একটু করে বাড়ছে নমুনা টেস্টের সংখ্যা। যেমন শুধু রবিবারই সাড়ে ১০ হাজারেরও বেশি মানুষের নমুনা পরীক্ষা করা হয়েছে।
তবে কোনওভাবেই বাগে আনা যাচ্ছে না মারণ ভাইরাসকে (Coronavirus)। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে সংক্রমিত ৪১৪ জন। এখনও পর্যন্ত ১৩ হাজার ৯৪৫ জনের শরীরে মিলেছে ভাইরাস। তবে এঁদের মধ্যে অ্যাকটিভ কেসের সংখ্যা অর্ধেকেরও কম। এই যেমন গত ২৪ ঘণ্টাতেই অ্যাকটিভ কেস কমল আরও ৩৩টি। বর্তমানে করোনা অ্যাকটিভ ৫ হাজার ৯৩ জন।
এদিকে কলকাতা একদিনে আক্রান্ত হয়েছেন ১২৬ জন। যদিও তার থেকে সুস্থ হওয়ার সংখ্যা অনেকটাই বেশি। ২০১ জন সুস্থ হয়ে উঠেছেন ২৪ ঘণ্টায়। একই ছবি গোটা রাজ্যেও। আক্রান্তের সংখ্যা ছাপিয়ে একদিনে করোনাজয়ী ৪৩২জন। রাজ্যে মোট ৮ হাজার ২৯৭ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। সুস্থতার হার ৫৯.৪৯ শতাংশ। এই সংখ্যাটাই যেন করোনার বিরুদ্ধে লড়াইয়ে সাহস জোগাচ্ছে বঙ্গবাসীকে।
তবে স্বাস্থ্যদপ্তর জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় করোনা কেড়েছে ১৫ জনের প্রাণ। যার মধ্যে কলকাতায় ছ’জনের মৃত্যু হয়েছে। রাজ্যে এখনও পর্যন্ত করোনার বলি ৫৫৫ জন। তিলোত্তমায় প্রাণ হারিয়েছেন মোট ৩২৯ জন। তবে কোভিড মোকাবিলায় শক্ত হাতেই লড়াই চালাচ্ছে স্বাস্থ্যদপ্তর। ব্যাপক পরিমাণ নমুনা টেস্টই তার প্রমাণ। এখনও পর্যন্ত বাংলায় মোট ৪ লক্ষ ১ হাজার ৪৯১টি স্যাম্পেল টেস্ট হয়েছে। একদিনে টেস্টের সংখ্যা ১০ হাজার ৫৪৯।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.