Advertisement
Advertisement
Nadia

ভুয়ো পরিচয়ে তিন বছর বাস! বাংলাদেশ ফেরার আগে নদিয়ায় গ্রেপ্তার ৭ অনুপ্রবেশকারী

অভিযান আরও চলবে বলে জানিয়েছে পুলিশ-প্রশাসন।

7 Bangladeshi infiltrators arrested in Nadia

গ্রেপ্তার হওয়া সাত বাংলাদেশি অনুপ্রবেশকারী। নিজস্ব চিত্র

Published by: Suhrid Das
  • Posted:May 3, 2025 3:01 pm
  • Updated:May 3, 2025 3:01 pm  

সঞ্জিত ঘোষ, নদিয়া: ফের পুলিশের জালে বাংলাদেশি অনুপ্রবেশকারী। শনিবার সকালে নদিয়ার হাঁসখালি থানার সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে তাদের। ধৃতদের মধ্যে চারজন পুরুষ ও তিন মহিলা। দালালের মাধ্যমে ধৃতরা বাংলাদেশ যাওয়ার চেষ্টা করছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সেই কথাই জানা গিয়েছে। ধৃতদের এদিনই আদালতে তোলা হয়।

বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের পর সীমান্তে উত্তেজনা তৈরি হয়েছিল। বাংলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় একের পর এক গ্রেপ্তার হতে থাকে অনুপ্রবেশকারী বাংলাদেশিরা। গত মাসের শেষ দিকে কাশ্মীরের পহেলগাঁওতে জঙ্গি হামলায় ২৬ জন পর্যটক মারা গিয়েছেন। পালটা প্রত্যাহারের হুঁশিয়ারি দিয়েছে ভারত। এদেশে থাকা পাকিস্তানি ও বাংলাদেশি অনুপ্রবেশকারীদের খোঁজে ফের তল্লাশি বাড়ানো শুরু হয়। গত বেশ কয়েক দিন ধরেই নদিয়া ও উত্তর ২৪ পরগনার সীমান্তবর্তী এলাকায় একাধিক অনুপ্রবেশকারী ধরা পড়েছে। ফের শনিবার পাকড়াও করা হল বাংলাদেশি অনুপ্রবেশকারী।

Advertisement

জানা গিয়েছে, বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে গত তিন বছর আগে ওই সাতজন ভারতে এসেছিল বলে খবর। ভুয়ো পরিচয়পত্র তৈরি করে বিভিন্ন জায়গায় তারা থাকছিল বলে খবর। আজ শনিবার সকালে নদিয়ার হাঁসখালি থানার সীমান্ত এলাকায় ওই সাতজনকে ঘোরাফেরা করতে দেখা যায়। তাদের দেখে সন্দেহ হয় স্থানীয়দের। খবর পেয়ে হাঁসখালি থানার পুলিশ সেখানে যায়। ওই সাতজনকে পাকড়াও করে চলে জিজ্ঞাসাবাদ। তাদের থেকে কোনও বৈধ কাগজপত্রও পাওয়া যায়নি। পরে জানা যায়, তাদের বাড়ি বাংলাদেশে। দালালের মাধ্যমে এদেশে এসে তারা থাকছিল। এদিন দালালের মাধ্যমে তারা দেশে ফেরার চেষ্টা করছিল। আসল পরিচয় জানার পরেই ওই সাতজনকে গ্রেপ্তার করা হয়। কারা তাদের সীমান্ত পেরিয়ে ওপাড়ে পাঠানোর চেষ্টা করছিল? তাদেরও খোঁজ চালাচ্ছে পুলিশ। অনুপ্রবেশকারীদের ধরতে আরও অভিযান চলবে। সেই কথা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement