Advertisement
Advertisement
Bangladeshi infiltrator

অমিল বৈধ কাগজপত্র, কথাবার্তায় একাধিক অসঙ্গতি, ভাতারে গ্রেপ্তার বাংলাদেশি অনুপ্রবেশকারী

ঠিক কী উদ্দেশ্য ছিল ধৃতের, তা খতিয়ে দেখা হচ্ছে।

A Bangladeshi infiltrator arrested from Bhatar । Sangbad Pratidin

ছবি: জয়ন্ত দাস

Published by: Sayani Sen
  • Posted:August 8, 2021 10:51 am
  • Updated:August 8, 2021 1:39 pm  

ধীমান রায়, কাটোয়া: ফের রাজ্যে গ্রেপ্তার এক বাংলাদেশি অনুপ্রবেশকারী (Bangladeshi infiltrator)। এবার ভাতার বাজার থেকে ওই বাংলাদেশি অনুপ্রবেশকারীকে হাতেনাতে পাকড়াও করে পুলিশ। বাজারে সন্দেহজনকভাবে সে ঘোরাফেরা করছিল। সেই সময় চলছিল পুলিশি অভিযান। তারপরই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। ঠিক কী কারণে বাংলাদেশ থেকে ভাতারে এল সে, তা খতিয়ে দেখা হচ্ছে। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে,  রুটিনমাফিক বাজার এলাকাগুলিতে নজরদারি চালাচ্ছে ভাতার থানার পুলিশ। কেউ মাস্ক পরছে কিনা, তা খতিয়ে দেখছিল পুলিশ। শনিবার বিকেল তিনটে নাগাদ ভাতার থানার পুলিশের টহলদারি ভ্যানটি তখন ভাতার বাজারে ঘুরছিল। সে সময় কর্তব্যরত পুলিশ কর্মীদের নজরে পড়ে লাল গেঞ্জি ও লুঙ্গি পরিহিত এক ব্যক্তি সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছে। পুলিশ তাকে আটকে জিজ্ঞাসাবাদ করে। প্রথমে অসংলগ্ন কথাবার্তার পর পুলিশের জেরায় তার নিজের পরিচয় জানায়। এরপর পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে। পরে অনুপ্রবেশ আইনে গ্রেপ্তার করা হয়।

Advertisement

[আরও পড়ুন: অভিযুক্তকে গ্রেপ্তার করতে গিয়ে পুলিশকর্মীর হাতেই আক্রান্ত সোনারপুর থানার SI, গ্রেপ্তার ৪]

ভাতার থানার ওসি প্রণব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, শনিবার বিকেলে ভাতার বাজার থেকে ধৃত বছর ত্রিশের ওই যুবকের নাম ওসমান আলি। বাংলাদেশের খুলনা ডিভিশনের ঝেরাইদাহ জেলার কোটচাঁদপুর থানার কাগমারি গ্রামের বাসিন্দা সে। ওই যুবক তার বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। কথাবার্তায় সন্দেহ হতেই পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। ধৃতকে রবিবার বর্ধমান আদালতে তোলা হবে। বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তারির ঘটনায় একাধিক প্রশ্নের ভিড়। ঠিক কী উদ্দেশে বিনা অনুমতিতে ভারতে এসেছিল ওই যুবক, কোথায় বসবাসই বা করছিল সে, ওসমান আলি একাই বাংলাদেশ থেকে ভাতারে এসেছে নাকি তার সঙ্গে আর কেউ এ রাজ্যে এসেছে, সবই খতিয়ে দেখা হচ্ছে। ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের পর আসল সত্য সামনে আসতে পারে বলেই আশাবাদী তদন্তকারীরা। 

[আরও পড়ুন: Weather Update: লাগাতার বৃষ্টিতে সকালেই ঘনাল সন্ধে, বুধবার থেকে রাজ্যে ফের দুর্যোগের আশঙ্কা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement