সুবীর দাস,কল্যানী: এলাকার দুঃস্থ মানুষের জন্য বিনামূল্যের বাজারের আয়োজন করল মদনপুর ওয়েলফেয়ার সোসাইটি। কল্যানী (Kalyani) ব্লকের মদনপুর (Madanpur) স্টেশনের সামনে এই বাজার খোলা হয়। এলাকার প্রায় ২০০ জনকে বিনামূল্যে কাঁচা সবজি প্রদান করা হয়।
ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বিনামূল্যের এই বাজারের সূচনা পর্বে উপস্থিত ছিলেন কল্যাণীর বিডিও খন্দকার আল মাহমুদ, যুগ্ম বিডিও সুভাষ টুডু,কল্যাণী পঞ্চায়েত সমিতির সভাপতি কমল মণ্ডল, নদিয়া জেলা পরিষদের সদস্যা বর্ণালী দে রায়, চাকদহ থানার মদনপুর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্তা তপন কুমার পাত্র,হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক তপন বিশ্বাস-সহ অনেকে।
এই বিনামূল্যের বাজারে মদনপুর ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে এলাকার ২০০ প্রান্তিক মানুষের হাতে একটি করে গোটা রুই মাছ, ডিম, দুধ, আলু, শিম, গাজর, বাঁধাকপি ফুলকপি-সহ বিভিন্ন আনাজ দেওয়া হয়। বিনামূল্যের বাজারকে কেন্দ্র করে যেমন চাঁদের হাট বসেছিল, তেমনই প্রান্তিক দুঃস্থ মানুষদের উন্মদনা ছিল চোখে পড়ার মতো।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.