মনিরুল ইসলাম, উলুবেড়িয়া: ছাত্রনেতা আনিস খান (Anis Khan) হত্যাকাণ্ডে নয়া মোড়। সিবিআই তদন্ত দাবি করায় বাবা আর দাদাকে খুনের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। ফোনে খুনের হুমকি দেওয়া হয় বলেই দাবি আনিসের দাদা সাবির খানের।
মঙ্গলবার একাধিকবার আনিসের বাড়িতে যান সিটের প্রতিনিধিরা। বিক্ষোভের মুখেও পড়েন তাঁরা। আনিসের বাবা বারবারই সাফ জানিয়ে দেন, সিটের উপর তাঁদের আস্থা নেই। সিবিআই তদন্তের দাবি করেন। রাতে আনিসের মোবাইল নিজেদের হেফাজতে চেয়ে নোটিস দেন তদন্তকারীরা। নোটিস নেওয়ার আগে ১০ মিনিট সময় চায় পরিবার। নিজেদের মধ্যে আলোচনার পর মোবাইল পুলিশের হাতে তুলে দিতে রাজি হননি তাঁরা। নোটিসে স্বাক্ষরও করেননি পরিবারের সদস্যরা।
এরপর রাতে আনিসের পরিজনেরা যে যার মতো ঘুমিয়ে পড়েন। আনিসের দাদার দাবি, রাত ১.০৪ নাগাদ অচেনা নম্বর থেকে একটি ফোন পান। ফোনের অপর প্রান্ত থেকে খুনের হুমকি দেওয়া হয় বলেই অভিযোগ। আনিসের দাদার দাবি অজ্ঞাতপরিচয় ব্যক্তি বলে, সিবিআই তদন্ত করলে পরিবারের সকলকে প্রাণে মেরে ফেলা হবে। অডিওটি ভাইরালও হয়ে যায় নিমেষে। যদিও অডিওর সত্যতা যাচাই করেনি SangbadPratidin.in।
সূত্রের খবর, কবর থেকে তুলে আনিসের দেহের আবারও ময়নাতদন্ত হতে পারে। আধিকারিকরা মনে করছেন তদন্তের স্বার্থে আনিসের নখের নমুনা এবং কোনও হাড়ে আঘাত রয়েছে কিনা তা জানা প্রয়োজন। সে কারণে সিটের আধিকারিকরা আনিসের পরিবারকে দ্বিতীয়বার ময়নাতদন্তের সম্ভাবনার কথাই জানিয়েছেন। এবার ময়নাতদন্ত অবশ্য কলকাতার হাসপাতালেই হওয়ার কথা।
এদিকে, আনিসের হত্যাকাণ্ডের এখনও জট না কাটায় জারি আন্দোলন। বুধবার দুপুর ২টোয় ফের মিছিল করবে এসএফআই। দীনেশ মজুমদার ভবন থেকে পার্ক সার্কাস পর্যন্ত মিছিল। বিকেল চারটেয় আমতা থানা ঘেরাও কর্মসূচিও রয়েছে তাদের। যাদবপুরে প্রতিবাদ মিছিলের ডাক AIDSO’র। তাছাড়া কলকাতা, প্রেসিডেন্সি এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়েও জারি ছাত্র আন্দোলন।
দেখুন ভিডিও:
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.