সুবীর দাস, কল্যাণী: পতাকা লাগানোকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপির দফায় দফায় সংঘর্ষ। আগুনে পুড়ল তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকটি পার্টি অফিসও। সংঘর্ষে আহত বেশ কয়েকজন। বুধবার রাতে এই সংঘর্ষের জেরে অগ্নিগর্ভ হয়ে উঠল নদিয়ার কল্যাণী। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে হামলার অভিযোগে গভীর রাত পর্যন্ত থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী-সমর্থকরা। বৃহস্পতিবার সকালেও শহরের পরিস্থিতি যথেষ্ট থমথমে। বৃহস্পতিবার সকালেও এলাকায় মোতায়েন প্রচুর পুলিশ।
ঘটনার সূত্রপাত বুধবার সন্ধেবেলা। কল্যাণী শহরের আইটিআই মোড় সংলগ্ন এলাকায় পতাকা লাগাচ্ছিলেন এবিভিপি সমর্থকরা। তখন তাঁদের উপর কয়েকজন তৃণমূল কর্মী হামলা চালায় বলে অভিযোগ। ঘটনাটি জানাজানিতে হতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে শহরে। থানার সামনে জড়ো হন বিজেপি কর্মীরা। শুরু হয় ধরনা। রাত যত বাড়তে থাকে, বিজেপি কর্মীদের ভিড়ও ততই বেড়ে যায়। ধরনা তুলতে গেলে বিক্ষোভকারীদের সঙ্গে ধস্তাধস্তি হয়। পুলিশকে গাড়ি বের করতেও বাধা দেওয়া হয় বলে অভিযোগ।
স্রেফ থানায় বিক্ষোভ দেখানোই নয়, কল্যাণী শহরের বিভিন্ন জায়গায় সংঘর্ষেও জড়িয়ে পড়েন বিজেপি ও তৃণমূল সমর্থকরা। শাসকদলের বেশ কয়েকটি পার্টি অফিসেও আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। অশান্তি চলে গভীর রাত পর্যন্ত। মঙ্গলবার সকালেও শহরের পরিস্থিতি যথেষ্ট থমথমে। বিভিন্ন জায়গায় মোতায়েন প্রচুর পুলিশ।
এদিকে পতাকা লাগানোর সময়ে বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব। তাঁদের পালটা দাবি, পতাকা লাগাচ্ছিলেন তৃণমূল কর্মীরাই। তখন হামলা চালায় বিজেপি কর্মীরা। ঘটনার দলের বেশ কয়েকজন আহত হয়ে হাসপাতালে ভরতি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.