রাজ কুমার, আলিপুরদুয়ার: ফের বিজেপি (BJP) শিবিরে ভাঙন। এবার তৃণমূলে যোগ দিচ্ছেন আলিপুরদুয়ারের বিজেপি সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা। তার সঙ্গে আরও ৬ বিজেপি নেতা সোমবার হাতে তুলে নেবেন ঘাসফুল শিবিরের পতাকা।
একুশের নির্বাচনের আগে তৃণমূল ত্যাগের হিড়িক পড়েছিল নেতা-কর্মীদের মধ্যে। ভোট মিটতেই উলটো সুর। তৃণমূল ত্যাগী অনেকেই ফের ঘরে ফেরার ইচ্ছাপ্রকাশ করেছেন। এই পরিস্থিতিতে এবার তৃণমূলে যোগ দিচ্ছে আলিপুরদুয়ারের বিজেপি সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা। দলত্যাগের কথা স্বীকার করে নিয়েছেন তিনি নিজেই। গঙ্গাপ্রসাদ শর্মা জানিয়েছেন, আগামিকাল অর্থাৎ সোমবার কলকাতায় তৃণমূল ভবনে শাসকদলে যোগ দেবেন তিনি। সঙ্গে যাবেন আরও ৬ জন। যদিও বিষয়টি জানা নেই বলেই জানিয়েছেন আলিপুরদুয়ারের জেলা তৃণমূল সভাপতি। তবে গঙ্গাপ্রসাদ শর্মা যোগ দিতে চাইলে তাঁকে স্বাগত জানিয়েছেন তিনি। দলত্যাগের কথা জানানোর পাশাপাশি সোমবারই বিজেপির একটি গ্রুপ লেফট করেছেন গঙ্গাপ্রসাদ।
উল্লেখ্য, বহুদিন ধরেই আরএসএসের সঙ্গে যুক্ত ছিলেন গঙ্গাপ্রসাদ শর্মা। পরবর্তীতে ২০১৯ সালের লোকসভা নির্বাচেনর আগে আলিপুরদুয়ারের জেলাসভাপতির দায়িত্ব পান গঙ্গাপ্রসাদ শর্মা। তারপরই লোকসভায় ভাল ফল করে বিজেপি। একুশেও গঙ্গাপ্রসাদ শর্মার জোরেই আলিপুরদুয়ারের ৫ টি আসন বিজেপির দখলে রয়েছে বলেই রাজনৈতিক মহলের দাবি। যদিও গঙ্গাপ্রসাদ শর্মাকে গুরুত্ব দিতে নারাজ শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর কথায়, “গঙ্গাপ্রসাদ বিমল গুরুংয়ের চেয়ে বড় নেতা নন। গুরুং সমতল থেকে পাহাড়-সব জায়গা ঘুরেও এবার তৃণমূলকে জেতাতে পারেনি। গঙ্গাপ্রসাদ দল ছাড়লে কোনও প্রভাব পড়বে না, আরও বড় গঙ্গাপ্রসাদ আসবে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.