Advertisement
Advertisement
Nadia

রাতভর নিখোঁজ, সকালে তৃণমূল নেতার ছেলের রক্তাক্ত দেহ উদ্ধার, নেপথ্যে রাজনীতি?

পরিকল্পনামাফিক খুন বলেই দাবি মৃতের বাবার।

Body of Trinamool leader's son found in Nadia

অভিজিৎ সরকার

Published by: Gopi Krishna Samanta
  • Posted:April 23, 2025 12:54 pm
  • Updated:April 23, 2025 1:10 pm  

সঞ্জিত ঘোষ, নদিয়া: বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে তৃণমূল বুধ সভাপতির ছেলেকে খুনের অভিযোগ। বুধবার সকালে বাড়ি থেকে কিছুটা দূরে বাঁশবাগানে উদ্ধার যুবকের রক্তাক্ত দেহ। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য এলাকায়। খুন নাকি অন্যকিছু? ঘনীভূত রহস্য। তবে ইতিমধ্যেই পরিবারের মৃতের তরফে হাঁসখালি থানায় ৩ থেকে ৪ জনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে বলে খবর।

জানা গিয়েছে, মৃতের নাম অভিজিৎ সরকার। বয়স ২৪ বছর। তিনি উত্তর প্রদেশের একটি কারখানায় কাজ করতেন। কয়েকদিনের ছুটিতে বাড়ি এসেছিলেন। মৃতের বাবা অজয় সরকার নদিয়ার হাঁসখালি থানার অন্তর্গত চাঁদপাড়া এলাকার শাসকদলের বুধ সভাপতি। মৃতের পরিবারের দাবি, মঙ্গলবার রাতে অভিজিৎকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় তাঁর কয়েকজন বন্ধু। এরপর গভীর রাত পর্যন্ত তিনি বাড়ি না ফেরায় চিন্তায় পড়ে যান পরিবারের লোকজন। পরিবারের সদস্যদের দাবি, একাধিকবার ফোন করেও অভিজিতের সঙ্গে যোগাযোগ করা যায়নি। বুধবার সকাল থেকে তাঁর খোঁজ শুরু করে পরিবারের সদস্যরা। কিছুক্ষণ পর বাড়ি থেকে কিছুটা দূরেই অভিজিতের নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়। 

Advertisement

অভিজিতের মৃতদেহ উদ্ধার হতেই এলাকায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়। ঘটনার খবর পেয়ে হাঁসখালি থানার পুলিশ যায় ঘটনাস্থলে। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। মৃতের বাবা অর্থাৎ তৃণমূলের বুথ সভাপতির দাবি, তাঁর ছেলেকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। কিন্তু কেন? নেপথ্যে রাজনীতি নাকি অন্য কোনও রহস্য, তা খতিয়ে দেখছে পুলিশ। তদন্তকারীরা জানিয়েছেন, কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। তাঁদের খোঁজে তল্লাশি চলছে। খুব দ্রুত অপরাধীদের ধরা হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে পুলিশের তরফে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement