Advertisement
Advertisement
Dilip Ghosh

দিঘাপর্বে বিজেপিতে ‘গৃহযুদ্ধ’, মেদিনীপুরে দিলীপ ঘনিষ্ঠ জেলা সভাপতিকে বেল্ট খুলে মার!

এ বিষয়ে দলের কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি। 

Dilip Ghosh closed District BJP president attacked in Medinipur

দিলীপ ঘনিষ্ঠ জেলা সভাপতিকে বেল্ট খুলে মার মেদিনীপুরে। নিজস্ব চিত্র

Published by: Paramita Paul
  • Posted:May 1, 2025 5:59 pm
  • Updated:May 1, 2025 6:21 pm  

সম্যক খান, মেদিনীপুর: দিলীপের দিঘাযাত্রায় বিজেপির অন্দরে গৃহযুদ্ধ! দলের জেলা সভাপতিকে বেল্ট দিয়ে পেটাল স্থানীয় নেতাকর্মীরা! বৃহস্পতিবার এমনই অভিযোগ উঠল মেদিনীপুরে। জেলা সভাপতি দিলীপ ঘনিষ্ঠ বলেই এলাকায় পরিচিত। তার জেরেই এই অশান্তি বলে খবর।

পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি শমিত মণ্ডল। তিনি দিলীপ ঘোষ ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত। স্থানীয় সূত্রে খবর, এদিন তিনি মেদিনীপুরের সিপাই বাজারে ঢুকতেই উত্তেজনা ছড়ায়। শমিত মণ্ডলের বিরুদ্ধে ‘গো ব্যাক’ স্লোগান ওঠে। জেলা সভাপতিকে দলীয় কার্যালয়ে ঢুকতে বাধা স্থানীয় নেতাকর্মীদের একাংশ। সেই বাধা অতিক্রম করে কার্যালয়ে ঢুকতেই গণ্ডগোল আরও তীব্র হয়। এরপর বিরোধী শিবিরের নেতা-কর্মীরা বেল্ট খুলে শমিতের উপর চড়াও হয়। মারধর করা হয় বলে অভিযোগ। এমনকী, জেলা সভাপতি ও তাঁর অনুগামীদের মারধর করা হয়। গাড়িও ভাঙচুর করে বলে দাবি। ঘটনাস্থল থেকে ফিরে যান শমিত। এ বিষয়ে অবশ্য দলের কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি। 

Advertisement

প্রসঙ্গত, দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে গিয়ে প্রবল বিতর্কের মুখে বিজেপি নেতা দিলীপ ঘোষ। দলের তাবড় তাবড় নেতা থেকে কর্মী-সমর্থক, সোশাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন অনেকেই। মুখ্যমন্ত্রীর সঙ্গে সস্ত্রীক দিলীপের আড্ডার ভিডিও ভাইরাল হতেই শুরু হয়েছে দলবদলের জল্পনা। এর মধ্যেই এদিন সকালে সস্ত্রীক কোলাঘাটে আসেন দিলীপ ঘোষ। এই এলাকায় চা-চক্রে যোগ দেওয়ার কথা ছিল। পাশাপাশি এলাকার এক দলীয় কর্মীর বাড়িতে মধ্যাহ্নভোজে আমন্ত্রিত ছিলেন নবদম্পতি। তাঁরা সেখান পৌঁছতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিজেপির তমলুক সাংগাঠনিক জেলার কর্মীদের একাংশ গাড়ি আটকে ‘দিলীপ ঘোষ গো ব্যাক’ স্লোগান দিতে থাকেন। সবমিলিয়ে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement