জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: দীর্ঘদিন ধরে শহরের রাস্তায় ঘুরে বেরাতেন বৃদ্ধা। রাস্তার দোকানগুলি থেকে চেয়ে চিনতে খাবার খেয়ে কাটত তাঁর দিন। ডিউটি ছেড়ে বাড়ি ফেরার পথে রোজ এই দৃশ্য দেখে বৃদ্ধাকে ঘরে ফেরাতে উদ্যোগী হন এক পুলিশ কর্মী। বিভিন্ন জায়গায় খোঁজখবর করে বৃদ্ধার ঠিকানা উদ্ধার করে তাঁকে বাড়ি ফেরার ব্যবস্থা করে দিলেন কলকাতা পুলিশের এক কর্মী ৷
বনগাঁ থানার বনগাঁ ভবানীপুর এলাকায় ওই বৃদ্ধা নজরে আসে পুলিশকর্মী কাজল চট্টোপাধ্যায়ের। বাড়ি বনগাঁর শিমুলতলা এলাকায়। শনিবার সকালে খবর পেয়ে বৃদ্ধাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে আসেন তাঁর স্বামী আবদুল রহিম-সহ পরিবারের সদস্যরা। পরিবারের সদস্যরা জানিয়েছেন, প্রায় ৩ বছর আগে নিখোঁজ হয়ে গিয়েছিলেন জামেলা বিবি। বাড়ি ঝাড়খণ্ডের দেওঘর জেলার রামপুরে৷ পরিবারের লোকেরা তাঁকে খোঁজাখুঁজি করে না পেয়ে থানায় নিখোঁজ ডায়েরি করেছিল ৷ কিন্তু কোনওপ্রকার হদিশ পাওয়া যায়নি।
প্রায় বছরখানেক ধরে বনগাঁর বিভিন্ন এলাকাতে এই মহিলাকে দেখতে পাওয়া যেত। কিন্তু কেউ সেভাবে কখনও বিষয়টিকে গুরুত্ব দেয়নি। কিছুদিন আগে বনগাঁর বাসিন্দা কলকাতা পুলিশে কর্মরত কাজল চট্টোপাধ্যায়ের চোখে বিষয়টি পড়ে। স্বেচ্ছাসেবী সংস্থা আবার হ্যাম রেডিওকে জানান। তাঁরা খোঁজখবর নিয়ে বৃদ্ধার পরিবারের সঙ্গে যোগাযোগ করে। খবর পেয়ে শনিবার পরিবারে হাতে ওই ভবঘুরে মহিলাকে তুলে দেওয়া হয়।
বৃদ্ধাকে খুঁজে পেয়ে তাঁর স্বামী আবদুর রহিম বলেন, “কিছুটা মানসিক সমস্যা ছিল। প্রায় ৩ বছর ধরে খুঁজে বেড়াচ্ছি ৷ স্থানীয় এক পুলিশ কর্মী ও হ্যাম রেডিওর সহযোগিতায় আমরা তাঁকে খুঁজে পেলাম। আজ বাড়িতে নিয়ে যাচ্ছি ৷” বৃদ্ধাকে তাঁর বাড়ির লোকের হাতে তুলে দিতে পেরে খুশি পুলিশ কর্মী কাজল চট্টোপাধ্যায়ও। বলেন, “বৃদ্ধাকে দেখে খারাপ লাগছিল ৷ খোঁজ খবর করে তাঁর বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ করে দেওয়াটা নৈতিক দায়িত্ব মনে হয়েছে ৷ তাই বিভিন্ন জায়গায় যোগাযোগ করে ওঁর ঠিকানা খুঁজে বার করার চেষ্টা করেছিলাম ৷”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.