অরিজিৎ গুপ্ত, হাওড়া: বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসায় চরম গাফিলতির অভিযোগ। গলব্লাডার অপারেশনের পর, অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীর। হাওড়ার নারায়ণী সুপার স্পেশালিটি হাসপাতালের বিরুদ্ধে হেলথ কমিশনে অভিযোগ দায়ের করেছেন মৃতার পরিবারের লোকেরা। তাঁদের আরও অভিযোগ, ঘটনার পর আলোচনার মাধ্যমে বিষয়টি মিটিয়ে নেওয়ার জন্যও চাপ দিয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ। যদিও চিকিৎসায় গাফিলতির অভিযোগ অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, গলব্লাডার অপারেশন সফল হয়েছিল। কিন্তু, আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় ওই ছাত্রীর।
[আঠারোর আগে বিয়ে নয়, সন্তানকে স্কুলে ভরতিতে ‘মুচলেকা’ অভিভাবকদের]
মৃত ছাত্রীর নাম ঋতজা বন্দ্যোপাধ্যায়। হাওড়া শিবপুরের বাসিন্দা ঋতজা ষষ্ঠ শ্রেণির ছাত্রী। পরিবারের লোকেরা জানিয়েছেন, মাঝেমধ্যেই পেটে ব্যাথা হত তার। চিকিৎসক জানিয়েছিলেন, ঋতজার গলব্লাডারে স্টোন হয়েছে। হাওড়ার নারায়ণী সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করা হয় তাকে। ২৭ অক্টোবর গলব্লাডারে অপারেশন হয়। পরিবারের লোকেদের অভিযোগ, অপারেশনের পর, ঋতজার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। পেটে প্রচন্ড ব্যাথা শুরু হয়। অপারেশনের পরের দিন অর্থাৎ ২৮ অক্টোবর রক্তবমিও করে সে। বারবার জানানো সত্ত্বেও, চিকিৎসকরা কোনও গুরুত্বই দেননি। উলটে তাঁরা বলেন, অপারেশন পর ওরকম একটু-আধটু ব্যথা হয়। ২৯ অক্টোবর শারীরিক অবস্থার চরম অবনতি হলে, ঋতজাকে ৪৫ মিনিটের জন্য আইসিইউ-তে নিয়ে যাওয়া হয়। কিন্তু, কিছুক্ষণ পরেই মারা যায় সে। পরিবারের দাবি, ঋতজার মৃত্যুর পরই আলোচনায় বসে বিষয়টি মিটিয়ে নিতে বলে হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু তাতে রাজি হননি তাঁরা। ঋতজার বাবা জানিয়েছেন, গোটা ঘটনা কথা জানিয়ে হেলথ কমিশনে লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।
[পণের দাবিতে স্ত্রীকে পুড়িয়ে মারার চেষ্টা, কাঠগড়ায় পুলিশ আধিকারিক]
শুক্রবার ঘটনা প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসে নারায়ণী সুপার স্পেশালিটি হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের তরফে এক বিবৃতিতে বলা হয়, গলব্লাডারের অপারেশন সফল হয়েছিল। কিন্তু, অপারেশনের পর ঋতজার নানারকমের শারীরিক সমস্যা দেখা দেয়। শেষপর্যন্ত হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায় সে। প্রশ্ন উঠেছে, অপারেশন পর যদি সত্যিই শারীরিক সমস্যা দেখা থাকে, তাহলে ঋতজাকে আইসিইউ-তে পাঠানো হল না কেন? সদুত্তর মেলেনি।
[নবরূপে সাজবে নীল নির্জন, বর্ষশেষের গন্তব্য হোক বীরভূমের বক্রেশ্বর]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.