দিব্যেন্দু মজুমদার, হুগলি: ১০০ দিনের প্রকল্পে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর জখম হলেন ৭ জন। ৬ জনই আবার মহিলা। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে হুগলির পাণ্ডুয়া থানার রোসানা গ্রামে। এই ঘটনার পরই কর্মীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। কাজ বন্ধ করে দেন তাঁরা।
বৃহস্পতিবার সকাল থেকেই ১০০ দিনে প্রকল্পের মাটি কাটার কাজ চলছিল পাণ্ডুয়ার রোসানা গ্রামে। কাজ করছিলেন ৫০ থেকে ৬০ জন শ্রমিক। যে মাঠে মাটি কাটা কাজ চলছিল, সেই মাঠে ছিল উচ্চক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক খুঁটি। বৃষ্টিতে ভেজা মাটির উপর দিয়ে চলে গিয়েছে আর্থিং-র তার।প্রাথমিক অনুমান, বর্ষার কারণে কোনওভাবে আর্থিং-এর তারে বিদ্যুৎ সংযুক্তি ঘটে। কাজ করতে করতে বিদ্যুৎস্পৃষ্ট হন ৬ মহিলা-সহ ৭ জন শ্রমিক। সঙ্গে সঙ্গে স্থানীয়রাই গুরুতর জখম ৭ জনকে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন। ৬ মহিলার মধ্যে কল্যাণী মাল নামে এক অন্তঃসত্তা মহিলাও রয়েছেন। অন্য এক মহিলার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এদিকে ঘটনার কথা জানতে পেরে বিদ্যুৎস্পৃষ্টদের দেখতে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে যান পান্ডুয়ার বিডিও সমীরণ ভট্টাচার্য। সমীরণবাবু জানান, ১০০ দিনের কাজ চলছিল। কোনও কারণে সমস্যা হওয়ার কর্মীরা বিদ্যুৎস্পৃষ্ট হন। পুরো বিষয়টি খতিয়ে দেখছেন প্রশাসন। সরকারি হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে। কিন্তু তাঁরা আর্থিক সাহায্য পাবেন কিনা, তা এখনও স্পষ্ট নয়। বৃষ্টির মরশুমে ঝুঁকিপূর্ণ জায়গায় কেন কাজ করানো হল? তা নিয়েও প্রশ্ন উঠেছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.