শান্তনু কর, জলপাইগুড়ি: গত বছরে প্রেমের প্রস্তাব পাঠিয়ে চিঠি লিখেছিলেন পূর্ত দপ্তরের এক ইঞ্জিনিয়ার। আর এবার নিজের ফেসবুক প্রোফাইলে জলপাইগুড়ির বর্তমান জেলাশাসকের ছবি ব্যবহার করলেন এক মহিলা। ঘটনাটি নজরে আসতেই নড়েচড়ে বসেছেন জেলার প্রশাসনিক কর্তারা। জেলা পুলিশের সাইবার ক্রাইম সেলে অভিযোগ জানিয়েছেন জেলাশাসক শিল্পাগৌরী সারিয়া। তিনি বলেন, “আমি জানতামই না আমার ছবি দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট খোলা হয়েছে।সাইবার ক্রাইম সেলে অভিযোগ দায়ের করেছি। জলপাইগুড়ির পুলিশ সুপারকে বিষয়টা জানাচ্ছি।”
[প্রতিবন্ধীকে নাবালিকাকে যৌন হেনস্তা, গ্রেপ্তার অবসরপ্রাপ্ত জওয়ান]
জানা গিয়েছে, জলপাইগুড়ির জেলাশাসক শিল্পাগৌরী সারিয়ার ছবি ব্যবহার করে ফেসবুকে অ্যাকাউন্ট খুলেছিলেন মিলি দাস নামে এক মহিলা। তাঁর বাড়ি কোচবিহারের দিনহাটায়। তবে এখন জলপাইগুড়িতেই থাকেন মিলি। তাঁর সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ। জেলাশাসকের ছবিই বা ওই মহিলা কীভাবে জোগাড় করলেন? তাও খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীরা জানিয়েছেন, ২০১২ সালে ফেসবুকে অ্যাকাউন্ট খোলেন মিলি দাস। তখন অবশ্য তাঁর প্রোফাইলে জেলাশাসকের ছবি ছিল না। সম্প্রতি নিজের প্রোফাইলের ছবিটি বদলেছেন তিনি। প্রোফাইলের ছবি আপডেট করে জলপাইগুড়ির জেলাশাসকের ছবি লাগিয়েছেন মিলি। গত বছর জলপাইগুড়ির তৎকালীন জেলাশাসককে প্রেমের প্রস্তাব দিয়ে চিঠি দিয়েছিলেন পূর্ত দপ্তরের এক ইঞ্জিনিয়ার। তাঁকে গ্রেপ্তার করেছিল পুলিশ। আর এবার জেলাশাসকের ছবি দিয়ে ফেসবুকে অ্যাকাউন্ট খোলা হল। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে প্রশাসনিক মহলে।
[ চেয়ার জনগণের, মেঝেতে বসে সরকারি কাজ সামলান জনপ্রতিনিধি
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.