ফাইল ছবি।
শেখর চন্দ্র, আসানসোল: কয়লা পাচার মামলায় আসানসোলের বিশেষ আদালতে চার্জগঠন হওয়ার কথা। ৪৮ জনের বিরুদ্ধে চার্জ দেওয়া হবে। কিন্তু অন্যতম অভিযুক্ত বিকাশ মিশ্রর অনুপস্থিতিতে চার্জগঠন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। রবিবার নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার হয়ে জেলবন্দি বিকাশ মিশ্র। পকসো আইনে মামলা রুজু হয়েছে তার বিরুদ্ধে। আসানসোলের বিশেষ আদালতের বিচারক আবার বিকাশ মিশ্রকে ছাড়া চার্জগঠনে নারাজ। সূত্রের খবর, তিনি প্রেসিডেন্সি জেলে মেল পাঠিয়ে বিকাশকে ভারচুয়ালি হাজির করানোর আবেদন জানালেন। সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী অবশ্য বলেন, ”যেমন করে হোক, আজই চার্জফ্রেম হবে। বিকাশের জেল হবে নয়তো পুলিশ হেফাজত হবে।” তাই প্রেসিডেন্সি জেলে বা কালীঘাট থানা, যেখান থেকে হোক ভারচুয়ালি হাজির করানো হবে বিকাশকে। শুরু হয়েছে প্রক্রিয়া।
সোমবার সকালে আদালতে পৌঁছে যায় কয়লা মাফিয়া অনুপ মাজি ওরফে লালা, জয়দেব মণ্ডল, নারায়ণ খাড়গে-সহ অভিযুক্তরা একে একে করে আদালত চত্বরে প্রবেশ করে। আদালতে ঢোকার সময় সংবাদমাধ্যমের ক্যামেরা দেখে খেপে ওঠে লালা। হাত দিয়ে অন ক্যামেরা ঢাকার চেষ্টা করে কয়লা কাণ্ডের ‘কিংপিন’।
গত ১৮ নভেম্বর কয়লা পাচার মামলার সওয়াল-জবাব শেষে আসানসোল সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী নির্দেশ দেন, ২৫ নভেম্বর, সোমবার তদন্তকারী সংস্থাকে চার্জ গঠন করতে হবে। তিনি এও বলেছিলেন, এই মামলার চার্জশিটে যাদের নাম আছে, তাদের সবাইকে সোমবার আদালতে সশরীরে হাজির থাকতে হবে। কিন্তু রবিবার কলকাতায় বিকাশ মিশ্র গ্রেপ্তার হয়ে যাওয়ায়, সোমবার তার পক্ষে আসানসোল সিবিআই আদালতে সশরীরে হাজির থাকাটা কোনওমতেই সম্ভব নয়। এমন পরিস্থিতিতে সোমবার কয়লা পাচার মামলায় চার্জগঠন অনেকটাই অনিশ্চিত হল বলে মনে করছেন আসানসোল আদালতের দুই আইনজীবী শেখর কুণ্ডু ও সোমনাথ চট্টরাজ। এদিন যখন আদালত শুরু হয় তখন তার গ্রেপ্তারের কথা বিচারককে তদন্তকারী সংস্থা সিবিআই ও বিকাশের আইনজীবী জানান। এই মামলার অভিযুক্তদের তরফে অন্যতম আইনজীবী আরও বলেন, ”নিয়মমতো সবাই হাজির না থাকলে, চার্জ গঠন করা যায় না। এক্ষেত্রে যদি অনুপস্থিত থাকা কাউকে ভারচুয়ালি হাজির করানো যায়, তা একটা পথ।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.