ফাইল ছবি।
সুমিত বিশ্বাস, পুরুলিয়া: প্রায় ২ ঘণ্টা দেরিতে পুরুলিয়ায় শুরু তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) জনসভা। কপ্টারে বিভ্রাটের জেরে তিন ঘণ্টা গাড়িতে চেপে দুর্গাপুর থেকে পুরুলিয়ায় আসেন তিনি। যার জেরে সভা শুরু হতে দেরি, সভামঞ্চ থেকে নিজেই জানালেন তিনি।
উত্তরবঙ্গ থেকে শনিবার সন্ধেয় দুর্গাপুর পৌঁছন তৃণমূল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে হেলিকপ্টারে চেপে পুরুলিয়ায় আসার কথা ছিল তাঁর। এদিন পুরুলিয়ার লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতোর সমর্থনে কাশীপুরে সভা করার কথা। বেলা সাড়ে ১১টায় সভা শুরুর কথা ছিল। সেখানে সভা শুরু হয় পৌনে দুটো নাগাদ। এতো দেরি কেন, কারণটা নিজেই জানলেন তৃণমূল নেত্রী।
এ প্রসঙ্গে সভামঞ্চ থেকে তিনি জানান, “আসার সময় শুনলাম, হঠাৎ করে আমাদের হেলিকপ্টারটা খারাপ হয়ে গিয়েছে। ভাবছিলাম কীভাবে আসব। তার পর তিনঘণ্টা জার্নি করে এলাম। দেরি হওয়ার জন্য আমি ক্ষমাপ্রার্থী।” এদিকে বেলা বাড়তেই আবহাওয়াও বদল হয়। কালো মেঘে আকাশ ঢাকে। ঝড়-বৃষ্টির পূর্বাভাসও আগে ছিল। ফলে দলীয় কর্মী ও সমর্থকদের কথা ভেবে সভায় তাড়াতাড়ি নিজের বক্তব্য শেষ করে দেন মুখ্যমন্ত্রী।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.