নব্যেন্দু হাজরা: সামনেই উৎসবের প্রস্তুতি। করোনা আবহেও প্রস্তুতিতে মজে রয়েছেন অনেকেই। এই সময়ে কী সমস্ত আয়োজনে জল ঢালবে আবহাওয়া? হবে ঝমঝমিয়ে বৃষ্টি? এমনই নানা প্রশ্নের ভিড়। তবে তারই মাঝে আশার কথা শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে সপ্তাহের মাঝামাঝি সময়ে তৈরি হতে পারে নিম্নচাপ। তার প্রভাবে ভারী বৃষ্টিতে বাংলা ভিজবে কিনা, সে নিয়ে এখনও নিশ্চিত করা যাচ্ছে না।
আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বাংলায়। দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। হতে পারে দু-এক পশলা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিও। উত্তরবঙ্গে মূলত পরিষ্কার আকাশ থাকবে। সোমবার সকালের সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ ৩৬ ডিগ্রি সেলসিয়াস। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ রয়েছে যথেষ্ট বেশি। প্রায় ৯৫ শতাংশ জলীয় বাষ্প রয়েছে। তাই আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। তার ফলে উৎসবের মরশুমে গরমে হাঁসফাঁস দশা হতে পারে আমজনতার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.