সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। আর তার জেরে বৃহস্পতিবার থেকে একটানা অঝোর বৃষ্টিতে ভিজছে কলকাতা-সহ গোটা রাজ্য। শুক্রবারও দিনভর রাজ্যজুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরের জেলাগুলির ছবিও একইরকম। ওই জেলাগুলিতেও বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামিকাল থেকে কমতে পারে বৃষ্টির পরিমাণ। তাই দীপাবলির আনন্দ মাটি হওয়ার সম্ভাবনা নেই বলেই জানাচ্ছেন আবহবিদরা।
অক্টোবরের শুরুতে চলতি বছর ছিল দুর্গাপুজো। আবার নিয়মানুযায়ী এ রাজ্যে বর্ষা বিদায় নেওয়ার কথা অক্টোবরের প্রথম সপ্তাহে। তাই বৃষ্টিতে দুর্গাপুজোর আনন্দ মাটি হওয়ার আশঙ্কা ছিলই। যদিও বৃষ্টি সেভাবে বাদ সাধতে পারেনি। তবে কালীপুজোর প্রস্তুতিতে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে সেই বৃষ্টি। তবে এবার নেপথ্যে রয়েছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ। যার জেরে মঙ্গলবার সকাল থেকেই অল্পবিস্তর বৃষ্টি শুরু হয়েছে। বুধবার দুপুরের পর থেকে আবহাওয়ার পরিবর্তন হতে শুরু করে। আকাশ ঢেকে যায় কালো মেঘে। ওইদিন বিকালেও হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভেজে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত। বৃহস্পতিবার দিনভর চলে বৃষ্টি। অবিরাম বৃষ্টি চলবে শুক্রবার দিনভর।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, দিনভর হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজবে গোটা রাজ্য। বিশেষত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে উত্তরের জেলাগুলির ছবিও একইরকম। মালদহ, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিংয়েও বৃষ্টির সম্ভাবনা। উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ধনতেরসে বৃষ্টি হলেও, শনিবার থেকে আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। তাই কালীপুজোর আনন্দ বৃষ্টির কারণে মাটি হবে না বলেই আশার বাণী শুনিয়েছেন আবহবিদরা।
বৃষ্টির জেরে চরম দুর্ভোগের শিকার মৃৎশিল্পীরা। রবিবার কালীপুজো। তার আগে বৃষ্টির জেরে ঠিকভাবে প্রতিমাও প্রস্তুত করতে পারছেন না তাঁরা। মণ্ডপ তৈরিতেও ব্যাঘাত ঘটাচ্ছে নিম্নচাপের বৃষ্টি। তার ফলে দুশ্চিন্তার প্রহর গুনছেন কালীপুজো উদ্যোক্তারা। অবিরাম বৃষ্টি যে কবে শেষ হবে, সে প্রশ্নই যেন ঘুরপাক খাচ্ছে সকলের মনে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.