Advertisement
Advertisement
COVID-19

Coronavirus: গত ২৪ ঘণ্টায় সামান্য কমল রাজ্যের অ্যাকটিভ কেস, করোনার বলি ৪

পজিটিভিটি রেট ৫.০২ শতাংশ। 

More 598 people tested COVID-19 positive in West Bengal | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:August 11, 2022 8:08 pm
  • Updated:August 11, 2022 8:08 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দাপট কমলেও এখনও প্রতিদিনই রাজ্যে হদিশ মিলছে নতুন করোনা আক্রান্তের। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন ৫৯৮ জন। যা আগের দিনের তুলনায় সামান্য হলেও বেশি। মৃত্যু হয়েছে ৪ জনের। যা স্বাভাবিকভাবেই জারি রাখছে উদ্বেগ। 

রাজ্য স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, দৈনিক সংক্রমণের নিরিখে শীর্ষে কলকাতা। সেখানে ১৫৪ জনের শরীরে মিলেছে ভাইরাসের হদিশ। ১০৬ জন সংক্রমিত হওয়ায় দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা। আগেরদিনের তুলনায় অনেকটাই কমেছে ওই জেলার সংক্রমণ। দৈনিক আক্রান্তের নিরিখে তারপরই রয়েছে বীরভূম। সেখানে আক্রান্ত ৮৩ জন। পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় সংক্রমিত যথাক্রমে ৪২ ও ৩১ জন। হুগলি, হাওড়ায় সংক্রমণ পঁচিশেরও কম। পুরুলিয়া, বীরভূম,মালদহ, পূর্ব বর্ধমান, নদিয়া এবং উত্তর দিনাজপুর জেলায় এদিন কুড়িজনও আক্রান্ত হননি। এছাড়াও অন্যান্য জেলা থেকেও মিলেছে সংক্রমিতের হদিশ। সব মিলিয়ে এদিন রাজ্যজুড়ে সংক্রমিত ৫৯৮ জন। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১, ০১, ০৭৫। পজিটিভিটি রেট ৫.০২ শতাংশ। 

Advertisement

[আরও পড়ুন: জুতো হাতে ‘চোর’ স্লোগান, আসানসোল আদালতে অনুব্রত ঢুকতেই বিক্ষোভ বাম-বিজেপির]

বৃহস্পতিবার করোনায় প্রাণ গিয়েছে ৪ জনের। কলকাতাহ, হাওড়া, নদিয়া ও উত্তর ২৪ পরগনায় একজন করে ভাইরাসের বলি হয়েছে। এখনও পর্যন্ত বাংলায় করোনায় প্রাণ হারিয়েছেন ২১ হাজার ৪১৪ জন। মৃত্যুহার ১.০২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ভাইরাসকে হারিয়ে সেরে উঠেছেন ৮০২ জন। ফলে কোভিড জয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ লক্ষ ৭৩ হাজার ২২৩। সুস্থতার হার ৯৮.৬৭ শতাংশ।  

এদিন ১১ হাজার ৯১৩টি নমুনা পরীক্ষা হয়েছে। ভ্যাকসিনেশনে বিশেষ জোর দেওয়া হয়েছে। এদিন মোট ২,৪৪,০৮৮ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে আরও সাবধানে থাকার পরামর্শ বিশেষজ্ঞদের। মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহারে দেওয়া হচ্ছে জোর। প্রিকশন ডোজও নেওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।

[আরও পড়ুন: চাকরির মেয়াদ ৫ বছর হওয়ার আগেই আইন ভেঙে বারবার বদলি! শিক্ষিকার বিরুদ্ধে FIR সিবিআইয়েরর্]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement