Advertisement
Advertisement
Samserganj

শামসেরগঞ্জের গ্রামে স্নিফার ডগ নিয়ে পুলিশের তল্লাশি অভিযান, উদ্ধার বিপুল পরিমাণ বোমা

আরও পাঁচদিন এই অভিযান চলবে বলে প্রশাসনের থেকে জানানো হয়েছে।

Police conduct search operation with sniffer dogs in Samserganj

গ্রামের বিভিন্ন জায়গায় চলছে পুলিশি অভিযান। নিজস্ব চিত্র

Published by: Suhrid Das
  • Posted:May 14, 2025 5:07 pm
  • Updated:May 14, 2025 5:07 pm  

শাহজাদ খান, ফরাক্কা: ওয়াকফ সংশোধন বিল বাতিলের দাবিতে হিংসায় অগ্নিগর্ভ হয়ে উঠেছিল সামশেরগঞ্জ। মাসখানেক ধরে প্রশাসনের তৎপরতায় এলাকায় শান্তি ফিরে এসেছে। তবে বিভিন্ন জায়গায় বোমা উদ্ধারের খবর মিলছিল। বোমা ফেটে শিশু জখমের ঘটনাও ঘটেছিল। এরপর ধারাবাহিক তল্লাশি অভিযান শুরু করেন পুলিশ আধিকারিক, কর্মীরা। তল্লাশি অভিযানে ব্যবহার হয় স্নিফার ডগ। বিপুল পরিমাণে বোমা উদ্ধার হয়েছে বলে খবর। কী কারণে এত বোমা মজুত করা হয়েছিল? দুষ্কৃতীরা কি কোনও বড় নাশকতার ছক কষা হচ্ছে? সেই প্রশ্ন উঠেছে। বোমা মজুত রাখার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে সামশেরগঞ্জ থানার পুলিশ।

জঙ্গিপুর পুলিশ জেলার বিশেষ অভিযান চলল মঙ্গলবার রাতে এবং বুধবার সকালে। সামশেরগঞ্জের বাবুপুর এবং আলমশাহি এলাকায় ফের উদ্ধার হল বিপুল পরিমাণ তাজা দেশি বোমা। এই নিয়ে পরপর তিনদিন বোমা উদ্ধারের ঘটনা ঘটল সামশেরগঞ্জে। এই প্রসঙ্গে জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার অমিতকুমার সাউ বলেন, “আমরা সামশেরগঞ্জ থানার বিভিন্ন এলাকায় কম্বিং এবং সার্চিং অপারেশন ও ডগ স্কোয়াডের তল্লাশি চালাই। আলমশাহি এলাকায় তিনটি, বাবুপুরে ৩০ থেকে ৪০ টির বেশি তাজা বোমা উদ্ধার করা হয়েছে। মালঞ্চ সিংহ পাড়ায় ২৫ টি বোমা উদ্ধারের পাশাপাশি একজনকে গ্রেপ্তার করা হয়েছে।” তিনি আরও বলেন, “কে বা কারা বোমাগুলি মজুত করে গিয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। এলাকায় আরও কোথাও বোমা মজুত রাখা হয়েছে কিনা, সেজন্য স্নিফার ডগ তল্লাশি শুরু করেছে।” এই তল্লাশি সামশেরগঞ্জ থানার বিভিন্ন এলাকায় আরও পাঁচদিন ধরে চলবে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া বোমাগুলি প্লাস্টিকের কন্টেনারে রেখে আমবাগানের মধ্যে গর্ত করে পুঁতে রাখা হয়েছিল। সোমবার সামশেরগঞ্জের মালঞ্চ সিংহপাড়া গ্রামে বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে জখম হয় দু’জন শিশু। তাদের একজনের বাঁ হাতের সামনের অংশ উড়ে গিয়েছে। ওই ঘটনার পরেই সামশেরগঞ্জ থানার আধিকারিকরা বোমা উদ্ধারের জন্য বিশেষভাবে তৎপর হন। মঙ্গলবার সকালে সামশেরগঞ্জের দেবীদাসপুর সংলগ্ন জোতকাশী এলাকার একটি আমবাগান থেকে দু’বালতি তাজা বোমা উদ্ধার হয়। মঙ্গলবার রাতে এবং বুধবার সকালে সামশেরগঞ্জের দু’টি পৃথক জায়গা থেকে নতুন করে দেশি বোমা উদ্ধার হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement