বুদ্ধদেব সেনগুপ্ত: ফের বিতর্কে কাঁথির অধিকারী পরিবার। এবার বিতর্কে পরিবারের দুই সংসদ সদস্য। বিধানসভায় নয়, রাষ্ট্রপতি নির্বাচনে দুই সাংসদ দিল্লিতে এসে ভোট দেবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। ১৮ জুলাই রাষ্ট্রপতি নির্বাচনে দলের সাংসদরা রাজ্য বিধানসভায় ভোট দেবেন বলে সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল। খাতায়-কলমে অধিকারী পরিবারের দুই সদস্য এখনও তৃণমূলের সদস্য। যদিও শিশির অধিকারীকে (Sisir Adhikari) নিয়ে বিতর্ক রয়েছে।
বিধানসভা নির্বাচনের আগে শিশির অধিকারী বিজেপিতে যোগ দেন বলে অভিযোগ। তবে দিব্যেন্দু এখনও তৃণমূলেই (TMC) রয়েছেন বলে দাবি করেন। সেক্ষেত্রে এই সাংসদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে পারে তৃণমূল। তবে তৃণমূলের সংসদীয় দলের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় জানান, ওই দুই সাংসদের কাছে দলের পক্ষ থেকে কোনও নোটিস পাঠানো হয়নি।
অধিকারী পরিবারের দুই সাংসদের সিদ্ধান্তে নতুন করে বিতর্ক তৈরি হলে বলে রাজধানীতে জল্পনা। এমনিতে রাষ্ট্রপতি নির্বাচনে নিয়মানুযায়ী কোনও দলই হুইপ দিতে পারে না। কিন্তু দলের সিদ্ধান্ত মেনে চলাটাই দস্তুর। এক্ষেত্রে দলের সিদ্ধান্ত অমান্য করার অভিযোগ উঠবে অধিকারী পরিবারের দুই সাংসদের বিরুদ্ধে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.