প্রতীকী ছবি
সঞ্জিত ঘোষ, নদিয়া: বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতিতে মানবপাচারকারী একটি চক্রের হদিশ পেল রানাঘাট জেলা পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে অভিযান চালায় রানাঘাট ২ নম্বর ব্লকের ধানতলা ও হাঁসখালি থানার পুলিশ। হাঁসখালির শীলবেড়িয়া থেকে ২ জন ও ধানতলার কুলগাছি থেকে ৩ জনকে গ্রেপ্তার করেন আধিকারিকরা। ধৃতদের রানাঘাট মহকুমা আদালতে পেশ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা প্রত্যেকেই বাংলাদেশি। এদের মধ্যে একজন নাবালক। হাঁসখালি থানা এলাকা থেকে পিন্টু শেখ ও এমডি ইমরান নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধানতলা থানার পুলিশ সাহেব শেখ ও এমডি মহবুল শেখ ও এক নাবালককে গ্রেপ্তার করে। প্রাথমিক তদন্তের পর পুলিশের দাবি, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে ধানতলা ও হাঁসখালি এলাকার ভারতীয় দালালদের নাম জানা গিয়েছে। যারা ওপারে থাকা দালালদের সঙ্গে যোগাযোগ করে বাংলাদেশ থেকে এদেশে নাগরিকদের আনে। আবার এদেশ থেকে ওপারে মানবপাচারের সঙ্গেও যুক্ত।
গত কয়েকদিনে বাংলাদেশ থেকে বেআইনিভাবে ভারতে আসা একাধিক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে হাঁসখালি ও ধানতলা থানার পুলিশ। কীভাবে তাঁরা ভারতে এসেছিলেন তা জানতে তদন্ত শুরু করেন আধিকারিকরা। তদন্তে জানা যায় এই দুই থানা এলাকার ভারত-বাংলাদেশ সীমানায় সক্রিয় রয়েছে একটি পাচার চক্র। এর পরই ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। বুধবার রাতে গ্রেপ্তার হয় ৫ বাংলাদেশি।
বৃহস্পতিবার ধানতলা থানায় সাংবাদিক সম্মেলন করে রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার লাল্টু হালদার বলেন, “বুধরাতে পাঁচজন বাংলাদেশিকে গ্রেপ্তার করে ধানতলা ও হাঁসখালি থানার পুলিশ। ধৃতরা প্রত্যেকেই বাংলাদেশি। দলে একজন নাবালক রয়েছে। ওদের জেরা করে জানা গিয়েছে, এই এলাকায় ভারতীয়রা দালালের কাজ করছে। আমরা একটা তালিকা তৈরি করেছি। সবাইকে গ্রেপ্তার করা হবে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.