শংকর আঢ্য। ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার বাড়ি থেকে উদ্ধার হওয়া টাকা নিয়ে মুখ খুললেন বনগাঁর শংকর আঢ্য। সাফ জানালেন, তাঁদের ব্যবসায় বাড়িতে টাকা থাকতেই পারে। জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে যোগাযোগ নিয়ে প্রশ্ন করলে জবাব দেননি বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান।
রেশন দু্র্নীতি মামলায় দীর্ঘদিন ধরে ইডির নজরে ছিলেন বনগাঁর প্রাক্তন পুরপ্রধান শংকর আঢ্য। জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেপ্তারির পর তাঁর বিরুদ্ধে আরও চাঞ্চল্যকর তথ্য হাতে আসে তদন্তকারী সংস্থার, এমনটাই খবর। পরবর্তীতে তল্লাশি চালায় ইডি। দীর্ঘক্ষণ তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয় শংকর আঢ্যকে। বর্তমানে ইডি হেফাজতে তিনি। রবিবার সকালে স্বাস্থ্যপরীক্ষার জন্য সিজিও কমপ্লেক্স থেকে বি এন বোস হাসপাতালে নিয়ে যাওয়া হয় শংকরকে।
সিজিও থেকে বেরনোর সময় সাংবাদিকদের একাধিক প্রশ্নের সম্মুখীন হতে হয় শংকরকে। তাঁর বাড়ি থেকে উদ্ধার হওয়া সাড়ে আট লক্ষ টাকা প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, “ফোরেক্সে এসব হয়। আমাদের ব্যবসায়॥ ঘরে টাকা থাকে। এতে সমস্যার কিছু নেই।” প্রসঙ্গত, বিদেশি মুদ্রা বিনিময়ের ব্যবসা রয়েছে শংকরের। তাঁর পরিবারের সদস্যদের নামেও রয়েছে সংস্থা। যা ইডির নজরে। তদন্তকারী সূত্রে খবর, নিয়ম মেনে মুদ্রা লেনদেনের ব্যবসা করতেন না এই তৃণমূল নেতা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.