শংকরকুমার রায়, রায়গঞ্জ: কলেজছাত্রীকে অপহরণের চেষ্টার ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল রায়গঞ্জ। পরিবারের সদস্যরা টের পেতেই বাইক ফেলে চম্পট দেয় অভিযুক্তরা। এরপরই অভিযুক্তদের বাইকে আগুন ধরিয়ে দেয় স্থানীয়রা। দীর্ঘক্ষণ পথ আটকে চলে বিক্ষোভ। পরিস্থিতি আয়ত্তে আনতে নামানো হয় ব়্যাফ। ঘটনার পর বেশ কিছুক্ষণ কেটে গেলেও এখনও থমথমে এলাকা।
স্থানীয় সূত্রে খবর, যে তরুণীকে অপহরণের চেষ্টা করা হচ্ছিল সে সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের তৃতীয় বর্ষের বাংলা বিভাগের পড়ুয়া। বছর তিনেক আগে কলেজে ভরতির জন্য রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির তৃণমূলের সদস্য রেজাউল হকের সঙ্গে যোগাযোগ করেন ওই তরুণী। অভিযোগ, ভরতি করে দেবে বলে একাধিকবার তরুণীর সঙ্গে দেখাও করে রেজাউল। প্রতিশ্রুতি মতো ভরতিও করে দেয়। এরপর বছর খানেক আগে থেকে ওই তরুণী রেজাউলের সঙ্গে যোগাযোগ রাখা বন্ধ করে দেয়। কিছুদিন আগে রেজাউল জানতে পারে ৮ ডিসেম্বর ওই তরুণীর বিয়ে। অভিযোগ, এরপর থেকেই বিভিন্নভাবে তরুণীকে হুমকি দিতে শুরু করে। এরপর শুক্রবার তরুণীর সঙ্গে বেশ কিছু ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সোশ্যাল সাইটে ছড়িয়ে দেয়।
বিষয়টি নজরে পড়তেই রায়গঞ্জ থানার দ্বারস্থ হন ওই তরুণী। কিন্তু সেখানে তাঁর অভিযোগ নিতে অস্বীকার করে পুলিশ। একই অভিজ্ঞতা হয় মহিলা থানাতেও। এরপর কর্ণজোড়া সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করে তরুণী। শনিবার রাতে এক আত্মীয়ের বাড়িতে ছিল ওই তরুণী। মধ্যরাতে সেখানে চড়াও হয় রেজাউল ও তার দলবল। হুমকি দিয়ে তরুণীকে বিয়ে করার চেষ্টা করে। রাজি না হওয়ায় তরুণীকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করতেই আত্মীয় ও প্রতিবেশীরা অভিযুক্তদের ঘিরে ফেলে। বাইক ফেলে রেখে কোনওক্রমে চম্পট দেয় অভিযুক্তরা। এরপরই অভিযুক্তদের বাইকে আগুন লাগিয়ে দেয় স্থানীয়রা। রাস্তা আটকে চলে বিক্ষোভ। স্থানীয়দের অভিযোগ, পুলিশ আগে অভিযোগ নিলে এই পরিস্থিতির তৈরি হত না। তাঁদের অভিযোগ, পুলিশের অসহযোগিতার কারণেই এই ঘটনা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.