রিন্টু ব্রহ্ম, বর্ধমান: স্কুলের নবীনবরণ অনুষ্ঠানে বাজছে হিন্দি ‘আইটেম’। আর হলঘরের একদিকে ছাত্রীরা, আর অন্যদিকে ছাত্রেরা সেই গানের তালে কোমর দোলাচ্ছে। এমনকী বাদ নেই শিক্ষক-শিক্ষিকারাও। পূর্ব বর্ধমানের গলসি উচ্চ বিদ্যালয়ের নবীনবরণের অনুষ্ঠানে ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। শোরগোল পড়েছে শিক্ষামহলে। স্কুলের ভাবমূর্তি নষ্টের অভিযোগ তুলে প্রতিবাদে সরব প্রাক্তনীরাও। সমালোচনার মুখে পড়ে দুঃখ প্রকাশ করেছে গলসি উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুখেন সাহা বলেন, ‘পড়ুয়ারা আবেগে ভেসে গিয়েছিল। স্কুলে এমন ঘটনা কাম্য নয়। আমরা ব্যবস্থা নিয়েছি।’
জানা গিয়েছে, গত শুক্রবার একাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য নবীনবরণ উৎসবের আয়োজন করা হয় গলসি উচ্চ বিদ্যালয়ে। সেই অনুষ্ঠানেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে কৃতী পড়ুয়াদের সংবর্ধনাও দেয় স্কুল কর্তৃপক্ষ। অভিযোগ, অনুষ্ঠান শেষে যখন অতিথিদের স্কুলের বাইরে ছাড়তে গিয়েছিলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, তখন স্কুলের হলঘরে চটুল হিন্দি গান বাজিয়ে উদ্দাম নাচতে শুরু করে স্কুলের ছাত্র ও ছাত্রীরা। এমনকী, স্কুলের বেশ কয়েকজন শিক্ষক-শিক্ষিকাও পড়ুয়াদের সঙ্গে কোমর দোলাতে শুরু করেন। কিন্তু ঘটনার ভিডিও ভাইরাল হল কী করে? স্কুলে হিন্দি গানের সঙ্গে চটুল নাচের ভিডিওটি প্রথম নিজেদের ফেসবুকে পেজে পোস্ট করে গলসির গৃহশিক্ষকদের একটি সংগঠন। ওই সংগঠনের বেশিরভাগ সদস্যই আবার গলসি উচ্চ বিদ্যালয়েরই প্রাক্তনী। চোখের নিমেষে সেই ভিডিওটি ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। পূর্ব বর্ধমান জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) শ্রীধর প্রামাণিক বলেন, “বিষয়টি আমার জানা নেই। আমি বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।”
দেখুন ভিডিও:
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.