অর্ণব দাস, বারাকপুর: নির্বাচন যত এগিয়ে আসছে ততই রাজ্যজুড়ে মাথাচাড়া দিচ্ছে রাজনৈতিক অশান্তি। এবার খাস কলকাতা থেকে কিছুটা দূরে পানিহাটি এলাকায় শনিবার রাতে আক্রান্ত হয় বিজেপি (BJP Workers) কর্মীর পরিবার। তৃণমূলের পোস্টার ছেঁড়া নিয়ে গন্ডগোলের সূত্রপাত বলে খবর। বিজেপির অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা গেরুয়া শিবিরের কর্মীর পরিবারের উপর চড়াও হয়। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল (TMC) নেতৃত্ব।
স্থানীয় সূত্রে খবর, পানিহাটি ৪ নম্বর এঙ্গেলস নগরে বিজেপি কর্মী গৌরাঙ্গ মালাকারের বাড়িতে তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা চড়াও হয়। বাড়ির গেট ভেঙে গৌরাঙ্গ মালাকারের পরিবারের সদস্যকে মারধর করে। গুরুতর জখম হন তাঁর স্ত্রী সুধা মালাকার। আহত অবস্থায় প্রথমে তাকে পানিহাটি স্টেট জেনারেল হাসপাতাল ও পরে আর জি কর মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। বিজেপি কর্মীদের অভিযোগ, পরিবারের সদস্যদের অনুমতি ছাড়াই বাড়িতে দলীয় পোস্টার সাঁটায় তৃণমূল কর্মীরা। পরে সেই পোস্টার কেউ বা কারা ছিঁড়ে ফেলে। তৃণমূল কর্মীদের দাবি ছিল, বিজেপি কর্মীর পরিবারের সদস্যরাই ওই পোস্টার ছিঁড়ে ফেলেছে। এর পরই বিজেপি কর্মীর পরিবারের সদস্যদের উপর চড়াও হয় তারা।
অভিযোগ অস্বীকার করে পশ্চিম পানিহাটির তৃণমূল চেয়ারম্যান প্রবীর ভট্টাচার্য জানান, “কে বা কারা পোস্টার ছিঁড়েছে সেই কথা জানতে স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করছিলেন তৃণমূল কর্মীরা। তখনই কয়েকজন বহিরাগত ও স্থানীয় যুবক তৃণমূল কর্মীদের উপর চড়াও হয়। উত্তেজনা ছড়ায়। তখনই ওই ভদ্রমহিলা আরও অসুস্থ হয়ে পড়েন। তবে এই ঘটনায় তৃণমূলের কোনও যোগ নেই। বিজেপি প্রচার পাওয়ার চেষ্টা করছে।” যদিও তৃণমূলের কথা মানতে নারাজ বিজেপি নেতৃত্ব। পানিহাটি ২ মহিলা মোর্চার সহ-সভাপতি রমা মালাকারের অভিযোগ, “আমার শাশুড়ি সুধা মালাকারকে মারধর করা হয়েছে। তাঁর হার্ট অ্যাটাকও হয়েছে। এ নিয়ে আমরা পুলিশের কাছে অভিযোগ দায়ের করছি।”
দেখুন ভিডিও:
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.