অরূপ বসাক ও শংকরকুমার রায়: পুজোর মুখে ঘোর দুর্যোগ। ভাসছে উত্তরবঙ্গ। ফুঁসছে তিস্তা-সহ একাধিক নদী। ভেসে এল জোড়া দেহ। মৃতদেহগুলি এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। তিস্তাপাড়ে ভেসে আসা দেহ কার, তা এখনও স্পষ্ট নয়। বিডিওর দাবি, ওই দেহগুলি স্থানীয় কোনও ব্যক্তির নয়।
এখনই বৃষ্টি থেকে রেহাই নেই। হাওয়া অফিসের পূর্বাভাসই দুশ্চিন্তা বাড়াচ্ছে উত্তরবঙ্গবাসীর। তিস্তা নদীর অসংরক্ষিত এলাকায় লাল সতর্কতা জারি করেছে সেচদপ্তর। দোমোহনি থেকে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত লাল সতর্কতা জারি করা হয়েছে। তিস্তার সংরক্ষিত এলাকায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। ইতিমধ্যে বিপদসংকুল এলাকার বাসিন্দাদের অন্যত্র সরানোর কাজ শুরু হয়েছে।
দেখুন ভিডিও:
এদিকে, মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তর সিকিম। বেড়াতে গিয়ে বিপাকে অন্তত ২ হাজার পর্যটক। সিকিমে গিয়ে নিখোঁজ রায়গঞ্জের দুই ভাই-সহ ৩। নিখোঁজ দুজন উত্তর দিনাজপুরের রায়গঞ্জের উকিলপাড়ার বাসিন্দা। বছর তেইশের স্বর্ণদ্বীপ মজুমদার এবং সাতাশ বছর বয়সি শ্রীকান্ত মজুমদার ও রাঁচির বাসিন্দা ঈশান একসঙ্গে বেড়াতে গিয়েছিলেন। শনিবার রায়গঞ্জ থেকে মোটরবাইকে চড়ে রওনা দেন তিনজন।
মঙ্গলবার রাত সাড়ে ১০টা নাগাদ শেষবার তাঁদের সঙ্গে পরিবারের লোকজনের কথা হয়। ওই তিন যুবকের পরিবারের দাবি, বুধবার থেকে তাঁদের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা যাচ্ছে না। আতঙ্কিত স্বর্ণদ্বীপের বাবা ও মা। রায়গঞ্জ থানার দ্বারস্থ হয়েছেন তাঁরা।
দেখুন ভিডিও:
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.