ফাইল ছবি।
জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: ১০০ দিনের কাজের টাকা নিয়ে নয়ছয়ের অভিযোগ। উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) গাইঘাটার ব্লক অফিসে গ্রামবাসীদের অভিযোগ পেয়ে দুজনকে গ্রেপ্তার করল পুলিশ। এই দুজন সুপারভাইজার বলে জানা যাচ্ছে। সোমবার তাঁদের তোলা হবে বনগাঁ মহকুমা আদালতে। অভিযোগকারীদের দাবি, ১০০ দিনের কাজের যে প্রাপ্য টাকা, সেটাই তাঁদের দিতে হবে। এনিয়ে গ্রামবাসীদের বিক্ষোভে সোমবার উত্তেজনা ছড়াল সুটিয়া (Sutia) পঞ্চায়েত এলাকায়।
গাইঘাটার সুটিয়া পঞ্চায়েত এলাকার বাসিন্দারা জানাচ্ছেন, তাঁরা একমাস ১০০ দিনের কাজ (MGNREGA) করেছিলেন। কেন্দ্র এতদিন সেই টাকা না দেওয়ায় রাজ্য সরকারই সেই টাকা তাঁদের অ্যাকাউন্টে দিচ্ছে। সম্প্রতি রাজ্যের টাকা মিলেছে ১০০ দিনের শ্রমিকদের। কিন্তু অভিযোগ, সুপারভাইজার বিভিন্ন অ্যাকাউন্টে বিভিন্ন অঙ্কের টাকা জমা দিয়েছেন। তাঁদের দাবি, প্রাপ্য টাকা সমহারে বণ্টন করে দিতে হবে। কিন্তু সুপারভাইজার (Superviser) তাতে রাজি না হওয়ায় তাঁর বিরুদ্ধে টাকা নয়ছয়ের অভিযোগ করেছেন গ্রামবাসীরা।
গাইঘাটার এক মহিলার কথায়, ”আমরা একমাস কাজ করেছি। এখন রাজ্য সরকার সেই টাকা দিচ্ছে। কারও অ্যাকাউন্টে ১৫০০, কারও অ্যাকাউন্টে ৪০০০ টাকা ঢুকেছে। ডলিদিকে বলেছিলাম, কাজ বাবদ সবার যে টাকা প্রাপ্য, সেই টাকা যেন উনি এসে আমাদের সবাইকে ভাগ করে দেন। কিন্তু তিনি আসেনওনি, টাকাও দেননি। সেটাই আমাদের রাগের বিষয়। ওরা গ্রেপ্তার হোক আর যাই হোক, আমাদের দাবি, সেই টাকা যেন আমরা পাই।” বনগাঁ থানার পুলিশ সূত্রে খবর, ধৃত প্রসেনজিৎ ঘোষ ও রূপালি মণ্ডল নাকি সই জাল করে আর্থিক নয়ছয় করেছেন। দুজনেই গাইঘাটার বাসিন্দা। অভিযোগের ভিত্তিতে তাঁদের গ্রেপ্তার করে বনগাঁ আদালতে তোলা হবে আজ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.