বাবুল হক, মালদহ: খাটিয়া করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তরুণী। স্থানীয়দে দাবি, বেহাল রাস্তার কারণে জোটেনি অ্যাম্বুল্যান্স। মালদহের বামনগোলার মালডাঙার ঘটনায় বিতর্কের শেষ নেই। তারই মাঝে নিহতের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে বিক্ষোভের মুখে খগেন মুর্মু।
রবিবার বিজেপি সাংসদ খগেন মুর্মু নিহত তরুণী মামনি রায়ের বাড়িতে যান। তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। বছরের পর বছর কেন রাস্তা তৈরি হল না, সেই প্রশ্ন করে এলাকাবাসী। যেকোনও শর্তে ওই ৫ কিলোমিটার রাস্তা তৈরির দাবিও জানান তাঁরা। রাস্তা তৈরির আশ্বাস দেন খগেন মুর্মু। সাংসদ তহবিল থেকে ১৩ লক্ষ টাকা দেওয়ার আশ্বাস বিজেপি সাংসদের।
উল্লেখ্য, দিনকয়েক ধরে অসুস্থ ছিলেন মালদহের বামনগোলার গোবিন্দপুর মহেশপুর অঞ্চলের মালডাঙা গ্রামের বাসিন্দা মামনি রায়। জ্বর হয়েছিল। শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হতে থাকে। মামনিকে হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। বাড়ি থেকে প্রায় সাড়ে ৪ কিলোমিটার দূরের মোদিপুকুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করার কথা ভাবা হয়।
অ্যাম্বুল্যান্সের খোঁজখবর করতে থাকেন মামনির স্বামী কার্তিক। মেলেনি অ্যাম্বুল্যান্স। এমনকী টোটোও পাননি বলেই জানা গিয়েছে। মামনির পরিবারের দাবি, অ্যাম্বুল্যান্স না পেয়ে বাধ্য হয়ে শুক্রবার মামনিকে খাটিয়ায় শুইয়ে দড়ি বেঁধে হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই মতো মুর্মুর্ষু স্ত্রীকে নিয়ে বেরন কার্তিক। তবে পথেই মৃত্যু হয় মামনির। ঠিক সতেরো বছর আগে একইভাবে প্রাণ হারান মামনির মা-ও।
দেখুন ভিডিও:
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.