টিটুন মল্লিক, বাঁকুড়া: শরীরের বাসা বেঁধেছে মারণরোগ এইডস। রোগ লুকিয়েই একের এক ব্যক্তির সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হচ্ছেন এক বিধবা মহিলা। ঘটনাটি জানাজানি হতেই আতঙ্ক ছড়িয়েছে বাঁকুড়ার বড়জোড়া। স্বাস্থ্য দপ্তরের দাবি, এখনও পর্যন্ত মহিলার সঙ্গে যৌন সম্পর্কের কারণে এইডসে আক্রান্ত হয়েছেন কমপক্ষে ৭ জন। ওই মহিলাকে বারবার সতর্ক করেও কোনও লাভ হয়নি। ফলে বাধ্য হয়েই থানায় অভিযোগ দায়ের করেছেন বাঁকুড়া স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা।
[শিয়ালে খোবলানো গাজোলের শিশুর ঠিকানা হবে মার্কিন মুলুক]
এ রাজ্যের হুহু করে বাড়ছে ক্যানসার আক্রান্তের সংখ্যা। পরিস্থিতি এতটাই উদ্বেগজনক যে, ২০২২ সালে ভারতে ক্যানসার মহামারির আকার নেবে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিশ্বস্বাস্থ্য সংস্থা বা হু। এইডসের বিপদও কিন্তু কম নয়। তবে আশার কথা একটাই, দৈনন্দিন জীবনে একটু সতর্ক থাকলেই, এই মারণরোগের কবল থেকে মুক্তি পাওয়া যায়। অসুরক্ষিত যৌনতা কিংবা একাধিক সঙ্গীর সঙ্গে শারীরিক সম্পর্ক থেকে ছড়ায় এইডস। তাই মানুষকে সচেতন করতে বছরভর চলে প্রচার। কিন্তু যিনি নিজে এইডসে আক্রান্ত, তাঁকে তো সচেতন হতে হবে! কিন্তু, তা তো হচ্ছেই না, উলটে রোগ লুকিয়ে একাধিক ব্যক্তির সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হয়ে এইডস ছড়াচ্ছেন এক বিধবা মহিলা। ঘুম উড়েছে বাঁকুড়া জেলা স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। ওই মহিলার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন তাঁরা। আতঙ্ক ছড়িয়েছে বাঁকুড়ার বড়জোড়া ও বেলিয়াতোড়ে।
ঘটনাটি ঠিক কী? স্বামী বহুবছর আগেই প্রয়াত হয়েছেন। সন্তান নেই। বাঁকুড়ায় বড়জোড়ায় একাই থাকেন এক মহিলা। তিনি এইডসে আক্রান্ত।লোকলজ্জাই হোক কিংবা অন্য কোনও কারণ, নিজের রোগের কথা কাউকে জানাননি তিনি। বাঁকুড়া জেলা স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের দাবি, প্রেমের ফাঁদে ফেলে একাধিক ব্যক্তির সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হয়েছেন ওই মহিলা। আর যাঁদের সঙ্গে ওই মহিলার শারীরিক সম্পর্ক হয়েছে, তাঁরাই এইডসে আক্রান্ত হয়েছেন। বাদ যাননি ওই মহিলার জামাইবাবুও। প্রথমে অবশ্য ঘটনাটি টের পাওয়া যায়নি। স্বাস্থ্য দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন, বেলিয়াতোড় ও বড়জোড়া এলাকায় বেশ কয়েকজন এইডস রোগীকে কাউন্সেলিং করার সময়ে ওই মহিলা নাম জানা যায়। আক্রান্তেরা স্বীকার করেন, যে ওই বিধবা মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক হয়েছিল তাঁদের। কিন্তু, তাঁরা জানতেন না, যে তিনি এইডসে আক্রান্ত। ঘটনাটি জানাজানিতে হতেই আতঙ্ক ছড়িয়েছে বাঁকুড়ার বড়জোড়া ও বেলিয়াতোড়ে। ওই বিধবা মহিলাকে একাধিক সতর্ক করেছেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। কিম্তু, তাতেও কোনও লাভ হয়নি। শেষে বাধ্য হয়েই থানায় অভিযোগ দায়ের করা হয়। বাঁকুড়া জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রসূন কুমার দাস জানিয়েছেন, থানায় অভিযোগ দায়ের করার পরেও একাধিকবার ওই মহিলাকে কাউন্সেলিং করা হয়েছে। বিষয়টি বুঝতে পেরেছেন তিনি। তাঁর চিকিৎসা চলছে।
[ বিশ্বজয়ী ঈশানের বোনকে বিয়ে করতে হাজির যুবক, চন্দননগরে শোরগোল]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.