Advertisement
Advertisement
Asansol

সামাজিক মাধ্যমে ভারতবিরোধী পোস্টের অভিযোগে গ্রেপ্তার যুবক, চাঞ্চল্য আসানসোলে

ধৃতকে জেরা করে একাধিক তথ্য পেতে চাইছে পুলিশ।

Youth arrested for anti-India post on social media, tension in Asansol

আদালতে নিয়ে যাওয়া হচ্ছে ধৃতকে। নিজস্ব চিত্র

Published by: Suhrid Das
  • Posted:May 13, 2025 1:01 pm
  • Updated:May 13, 2025 4:05 pm  

শেখর চন্দ্র, আসানসোল: ফের সমাজ মাধ্যমে ভারতবিরোধী পোস্ট! সেই অভিযোগে গ্রেপ্তার করা হল এক যুবককে। ঘটনাটি আসানসোলের বারাবনিতে। পহেলগাঁও কাণ্ডের পর ভারত-পাকিস্তান সম্পর্কের আরও অবনতি হয়। পালটা অপারেশন সিঁদুরে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের ন’টি জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিয়েছিল ভারতীয় সেনা। এরপর ভারতের সীমান্ত এলাকায় পাকিস্তান হামলা চালাতে শুরু করে। ভারতও প্রত্যাঘাত করে। যদিও এই মুহূর্তে দুই দেশই সংঘর্ষবিরতিতে সহমত হয়েছে। কিন্তু সেই আবহে দেশের বিভিন্ন জায়গায় ভারতবিরোধী মন্তব্য করার ঘটনা সামনে আসছে। গ্রেপ্তারির ঘটনাও ঘটছে। বাংলাতেও বেশ কিছু এমন ঘটনা দেখা গিয়েছে। এবার আসানসোলে সেই একই কারণে গ্রেপ্তার হল এক শরিফ মীর নামে এক যুবক।

শরিফ মীর বারাবনি থানার মদনপুর গ্রামের বাসিন্দা। সে জামুরিয়ার এক বেসরকারি কারখানায় কাজ করে বলে জানা গিয়েছে। দিন কয়েক আগে ওই যুবক সামাজিক মাধ্যমে ভারতবিরোধী পোস্ট করেছিল বলে অভিযোগ। ঘটনা জানাজানি হতেই এলাকার বাসিন্দাদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। ঘটনা প্রসঙ্গে বারাবনি থানায় অভিযোগও জানানো হয়েছিল। অভিযোগের ভিত্তিতে পুলিশ গতকাল সোমবার রাতে ওই এলাকায় হানা দেয়। গ্রেপ্তার করা হয় ওই যুবককে। ধৃতের মোবাইল ফোনটিও বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃত যুবক কেন এমন পোস্ট করল সামাজিক মাধ্যমে? তার সঙ্গে কাদের যোগাযোগ আছে? কোনও জঙ্গি গোষ্ঠীর সঙ্গে কি ওই যুবকের যোগাযোগ আছে? সেসব প্রশ্ন উঠেছে। পুলিশ তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেছে। আজ মঙ্গলবার ধৃতকে আসানসোল আদালতে পেশ করা হয়। ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে আরও জেরা করা হবে বলে পুলিশ প্রাথমিকভাবে জানিয়েছে। ঘটনায় এলাকায় যথেষ্ঠ চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

Advertisement

এর আগে বাঁকুড়ায় সামাজিক মাধ্যমে ‘পাকিস্তান জিন্দাবাদ’ পোস্ট করে গ্রেপ্তার হয়েছে এক যুবক। ধৃত যুবকের বাড়ি মুর্শিদাবাদে। বাঁকুড়ায় একটি ভাড়াবাড়িতে থেকে সে জিনিস ফিরির কাজ করত। ধৃতকে আদালতে তোলা হলে বিচারক ১০ দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন। ফেসবুকে দেশবিরোধী পোস্ট করে পুলিশের হাতে ধৃত পূর্ব বর্ধমান জেলার দাঁইহাটের আরও এক যুবক। ধৃতের নাম মিলন শেখ, পেশায় রাজমিস্ত্রি। দাঁইহাটের মোকামপাড়ায় তাঁর বাড়ি। সোমবার ধৃতকে কাটোয়া আদালতে তোলা হলে বিচারক তাঁকে চারদিনের জন্য পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। দেশবিরোধী চক্রান্তে ধৃতের সঙ্গে আর কারা জড়িত, তা তদন্ত করে দেখছে পুলিশ। রাজ্য প্রশাসন এই বিষয়ে কড়া নজরদারি চালাচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement