সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি কি চাকরি খুঁজছেন? তবে আপনার জন্য রয়েছে সুখবর। কারণ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল ওয়েস্ট বেঙ্গল পুলিশ হাউসিং অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড। আপাতত চুক্তিভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থী আগামী ২৮ জানুয়ারির মধ্যে আবেদন করতে হবে।
অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস অফিসার
আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা:
যেকোনও বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে স্নাতক হলে এই শূন্যপদে আবেদন করা যেতে পারে।
আবেদনকারীর অভিজ্ঞতা:
ন্যূনতম এই পদে চাকরি করার ৩ বছরের অভিজ্ঞতা থাকা প্রার্থী অগ্রগণ্য।
আবেদনকারীর বয়সসীমা:
১ জানুয়ারি, ২০২০ তারিখের ভিত্তিতে সর্বোচ্চ ৪০ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।
বেতন:
এই শূন্যপদে নিযুক্ত ব্যক্তি প্রতি মাসে ২০ হাজার টাকা বেতন পাবেন।
ড্রাফটসম্যান (সিভিল)
আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা:
১. উচ্চমাধ্যমিক পাশ হলে এই শূন্যপদে আবেদন করা যেতে পারে।
২. আইটিআইয়ের বা সিভিল ড্রাফটম্যানশিপের সার্টিফিকেট থাকা বাঞ্ছনীয়।
৩. আবেদনকারীর একই পদে চাকরি করা অভিজ্ঞতা থাকলে অগ্রগণ্য।
আবেদনকারীর বয়সসীমা:
১ জানুয়ারি, ২০২০ তারিখের ভিত্তিতে ন্যূনতম ২১ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।
আবেদনকারীর বেতন:
এই শূন্যপদে নিযুক্ত প্রার্থী প্রতি বছর ১৫ হাজার টাকা বেতন পাবেন।
আবেদনের পদ্ধতি:
এই শূন্যপদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা, বয়স, পরিচয়ের প্রমাণপত্র-সহ আবেদনপত্র নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে।
ঠিকানাটি হল:
ওয়েস্ট বেঙ্গল পুলিশ হাউসিং অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড, আকর্ষণ ভবন (তৃতীয় তলা), ব্লক-ডিজে, সেক্টর-২, সল্টলেক। কলকাতা-৭০০০৯১।
* আগ্রহী প্রার্থীকে আগামী ২৮ জানুয়ারির মধ্যে নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.