সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রায় ১০ বছর পর বলিউড অভিনেত্রী জিয়া খানের মৃত্যু মামলার রায় এল সামনে। শুক্রবার স্পেশ্যাল সিবিআই কোর্ট আদিত্য পাঞ্চোলির ছেলে অভিনেতা সূরজ পাঞ্চোলিকে এই মামলা থেকে মুক্তি দিল। এই রায়ে আদালত জানিয়েছে জিয়া খানের মৃত্য়ু মামলায় সূরজের বিরুদ্ধে উপযুক্ত প্রমাণ না মেলায় তাঁকে মুক্তি দেওয়া হয়েছে।
২৫ বছরের জিয়ার দেহ উদ্ধার হয়েছিল ২০১৩ সালের ৩ জুন, জুহুর বাড়ি থেকে। ঘটনায় জিয়ার মা রাবিয়া খান মুম্বইয়ের আদালতে মামলা দায়ের করেছিলেন সূরজের বিরুদ্ধে। পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছিল সেই অভিযোগের ভিত্তিতেই। যদিও জামিনে ছাড়া পান সূরজ, এর পর তদন্ত গড়িয়েছে ১০ বছর ধরে। এর মাঝে জিয়ার মা নানারকম চেষ্টা করে গিয়েছেন ন্যায় পাওয়ার জন্য। ঠিক এই সময়েই সলমন খানের হাত ধরে বলিউডে পা-ও রাখেন সূরজ পাঞ্চোলি।
এই মামলার রায়ের দিকে তাকিয়ে ছিল জিয়া খান ও সূরজ পাঞ্চলির পরিবার। মুম্বই আদালতে রায় দানের আগে সংবাদ মাধ্যমে জিয়ার মা জানিয়ে ছিলেন, ”আমি ন্যায়ের দিকেই তাকিয়ে আছি। জিয়ার সঙ্গে আমার সম্পর্ক এখন পুরোটাই ভগবানের হাত ধরে। শুনানি নিয়ে কিছুই বলতে চাই না। আশা রাখছি শুধু।” তবে রায় দানের পর এখনও পর্যন্ত দুই পরিবারের কারও মন্তব্য পাওয়া যায়নি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.