সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার সকাল সকাল চমক দিলেন মিমি চক্রবর্তী। নিজের ইনস্টাগ্রামে এমন এক ছবি পোস্ট করলেন, যা দেখে নেটদুনিয়ায় হইচই।
ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক বরং। মিমি চক্রবর্তী তাঁর ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন। যেখানে দেখা গিয়েছে কনের সাজে সেজে উঠেছেন। তবে এই কনে, একেবারেই আলাদা। মাথায় টোপর, পরনে বেনারসি শাড়ি থাকলেও, এক হাতে গিটার আর আরেক হাতে মাইক, চোখে মুখেও বিষন্নতা! মিমি লিখলেন, ‘ভাল্লাগেনা!’
এই ছবি পোস্ট করে মিমি ক্যাপশনে লিখলেন, ”মন একটি কথা যেটা আমাদের বাঙালিদের সাথে জুড়ে আছে, আমাদের প্রথম পোস্টারটি রইলো আপনাদের জন্যে, ২৮’শে জানুয়ারি আসছে গানটি, টিজার আসছে খুব তাড়াতাড়ি।”
View this post on Instagram
অভিনয়, রাজনীতির পাশাপাশি মিমি দারুণ গানও করেন। এর আগেও নানা সময় গানের অ্যালবাম অনুরাগীদের উপহার দিয়েছেন মিমি। তবে এবারের অ্যালবাম যে একেবারেই হটকে হবে, তা পোস্টার দেখেই বোঝা যাচ্ছে।
বিয়ের সাজে সাজলেও, সত্যি বিয়েটা কবে করছেন মিমি? এক সাক্ষাৎকারে মিমি বলেছিলেন, ‘আই অ্যাম সাচ আ বোরিং সোল কী বলব। বিয়ে করার আগে ছেলে পেতে হবে। তার জন্য ডেট করতে হবে। দেখা করতে হবে, চারটে জায়গায় যেতে হবে। আমি কিছুই করি না। কাজ করি, বাড়ি ফিরি, বই পড়ি, ফোন স্ক্রল করি, তিন ছেলেপুলে (পোষ্য) নিয়ে এগজসটেড হয়ে যাই।’
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.