সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জীবন সব সময়ই সারপ্রাইজ দেয়। কখন যে কী হয়ে যায়, তা আগে থেকে আন্দাজও করা যায় না। ঠিক যেমনটা ঘটে গেল বলিউড অভিনেত্রী নুসরত ভারুচার সঙ্গে।
গত শনিবার দুপুর থেকে হঠাৎই ফোনে পাওয়া যাচ্ছিল না নুসরতকে। ছিলেন ইজরায়েলে আটকে। তবে রবিবার সরকারি হস্তক্ষেপে ভারতে ফিরেছেন নুসরত। মুম্বই বন্দরে পা দেওয়ার তার চোখে মুখে দুশ্চিন্তার ছাপও লক্ষ্য করা গিয়েছে। এরই মাঝে মঙ্গলবার রাত থেকে সোশাল মিডিয়ায় নুসরতের একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে, ইজরায়েলে হামাসের আক্রমণের ঠিক আগে নিজের ছবি আকেলির প্রচারে ব্যস্ত নুসরত। এমনকী, একটি প্রেক্ষাগৃহের স্টেজে উঠে তাঁকে গানও গাইতে শোনা গেল। সেই ভিডিও ঘিরেই এখন নানা আলোচনা নুসরতের অনুরাগীদের মধ্য়ে।
Akelli premieres in Israel with @Nushrratt and @TsahiHalevi @IsraelinIndia @indemtel pic.twitter.com/665hY4Zg9P
— Anat Bernstein-Reich🇮🇱🇮🇳🇱🇰 (@BernsteinReich) October 4, 2023
প্রসঙ্গত, ইজরায়েল (Israel) ও প্যালেস্টাইনের দ্বন্দ্ব নতুন কিছু নয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে আরবভূমির বুকে তৈরি ইহুদি দেশটিকে জন্মলগ্ন থেকেই ধ্বংস করার চেষ্টা চালাচ্ছে পড়শি মুসলিম দেশগুলোর। এপর্যন্ত একাধিক যুদ্ধও হয়েছে দুপক্ষের মধ্যে। ফের নতুন করে প্যালেস্টাইনের জঙ্গি গোষ্ঠী হামাসের হামলার পরে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়ে যায়। শনিবার প্যালেস্টাইনের জঙ্গি গোষ্ঠী ইজরায়েলকে লক্ষ্য করে ৫ হাজার রকেট ছোড়ে! মৃত বহু। আহত পাঁচশোর উপরে। এমন পরিস্থিতিতে নুসরত ভারুচাকে সুরক্ষিতভাবে দেশে ফিরিয়ে আনার আপ্রাণ চেষ্টা করা হচ্ছিল। রবিবার দুপুরে শেষমেশ দেশে পা রাখেন বলিউড অভিনেত্রী।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.