সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেমন ছিলেন, আর কেমন হলেন! শক্তপোক্ত ডায়েটে একেবারে নিজেকে বদলে ফেললেন জনপ্রিয় গায়ক আদনান শামি। এতটাই বদলে ফেললেন যে আদনানকে চেনা দুষ্কর!
সম্প্রতি আদনান তাঁর এক ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। যেখানে দেখা গিয়েছে, আদনানের চোখ,মুখ, শুকিয়ে একেবারে কাঠ! এমনকী, চোখের তলায় কালিও নজরে এসেছেন। ভাল আছেন তো গায়ক?
View this post on Instagram
আদনান যে একেবারেই দিব্য়ি রয়েছেন তাঁর প্রমাণ রয়েছে এই পোস্টে। কেননা, আদনান ইনস্টাগ্রামে নতুন ছবি পোস্ট করে অনুরাগীদের কুশল সংবাদ জিজ্ঞেস করলেন নিজের ঢঙে। আদনানের এই ছবি দেখে অনেকেই কমেন্ট বক্সে লিখলেন, আপনাকে তো আরও ছোট দেখাচ্ছে, মনে হচ্ছে আপনি ২২ বছরের যুবক! অনেকে আবার আদনানকে নিজের শরীরের খেয়াল রাখার কথাও বলেছেন। তবে সবারই একই প্রশ্ন ফের কবে নতুন গান উপহার দেবেন তিনি।
শোনা যায়, ২৩০ কেজি ওজন ছিল আদনান সামির। এখন সংগীতশিল্পীর ওজন প্রায় ৭৫ কেজি। আদনানের এই শারীরিক পরিবর্তন দেখে অবাক নেটিজেনরা। ৫কিন্তু এত ওজন কীভাবে কমালেন? সূত্রের খবর, ডাক্তারের পরামর্শ মেনে প্রথমে কড়া ডায়েট মেনে চলেন আদনান। তাতেই নাকি ৪০ কেজি ওজন কমে
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.