সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউড এখন অনেক বেশি এক্সপেরিমেন্টাল। তথাকথিত লাভ স্টোরি, নায়ক ভিলেনের মারপিটের বাইরে বলিউডের ঝুলিতে এখন একেবারে নতুন নতুন গল্প। যে গল্প বিনোদনের মোড়কে সমাজ বদলানোর কথাও বলে দেয়। ঠিক যেমন, আয়ুষ্মান খুরানা অভিনীত ‘বাধাই হো’, ‘শুভ মঙ্গলম জাদা সাবধান’, ‘চণ্ডীগড় করে আশিকি’। এই প্রত্যেক ছবিতেই সমাজের নানা ট্যাবুকে ভাঙার চেষ্টা করেছে বলিউড।
সেই পথেই এবার হাঁটতে চলেছে পরিচালক হর্ষবর্ধন কুলকার্নির নতুন ছবি ‘বাধাই দো’ (Badhai Do Trailer)। রাজকুমার রাও এবং ভূমি পেডনেকর অভিনীত এই ছবির ট্রেলারেই তার আভাস পাওয়া গেল।
মঙ্গলবার মুক্তি পেল ‘বাধাই দো’ ছবির ট্রেলার। ছবিতে পুলিশের চরিত্রে দেখা যাবে রাজকুমার রাওকে। ভূমি অভিনয় করছেন পিটি টিচারের চরিত্রে। ট্রেলার দেখে যেটুকু গল্পের ইঙ্গিত মেলে, বোঝা যায়, ‘বাধাই দো’ ছবিতে রাজকুমার ও ভূমি দুজনেই সমকামী মানুষের চরিত্রে অভিনয় করছেন। কিন্তু পরিবারের কাছে তাঁদের এই সমকাম লুকিয়ে রাখতে চায়। পরিবারের লোকজনের চোখে ধুলো দিতে টুক করে বিয়ে করে ফেলেন রাজকুমার ও ভূমি। এরপরেই শুরু হয় যত গণ্ডগোল। শেষেমেশ কী দুজনের এই জীবন রহস্য গোপন রাখতে পারবে তাঁরা? কমেডির ধাঁচে সেই গল্পই বলতে চলেছে ‘বাধাই দো।’
View this post on Instagram
হর্ষবর্ধন কুলকার্নি এর আগে তৈরি করেছেন ‘হান্টার’ ছবি। সেখানেও যৌনতার এক গল্পকে বিনোদনের মোড়কে সামনে নিয়ে এসেছিলেন পরিচালক।
ইনস্টাগ্রামে ছবির ট্রেলার শেয়ার করে রাজকুমার রাও লিখলেন, ‘এটা এমন এক ছবি যা মন ছুঁয়ে যায়। অনেকটা সুন্দর জার্নির মতো। যা কিছুতেই ভোলা যায় না।’
View this post on Instagram
ছবিটি মুক্তি পেতে চলেছে ১১ ফেব্রুয়ারি। ‘ভ্যালেটাইন্স ডে’র কথা মাথায় রেখেই এই ছবির মুক্তির তারিখ ঠিক করা হয়েছে। পরিচালকের কথায়, প্রেম দিবসে এক অন্য প্রেমের গল্পই দেখতে পাবে দর্শক।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.