ছবি : ইনস্টাগ্রাম
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’ ছবিতে মেরেকেটে ছিলেন পনেরো মিনিট। কিন্তু এই কয়েক মিনিটেই বাজিমাত! দর্শকদের কাছে তিনি এখন ‘লর্ড ববি’। ‘অ্যানিম্যাল’ সিনেমার পর থেকেই ববি দেওলকে (Bobby Deol Birthday) নিয়ে ভক্তদের উন্মাদনার অন্ত নেই। বিমানবন্দর থেকে বিটাউনের হাইপ্রোফাইল পার্টি, সর্বত্রই মধ্যমণি ‘লর্ড ববি’। আর শনিবার তাঁর জন্মদিনের পার্টিতে যা ঘটল, তা এখন ‘টক অফ দ্য টাউন’।
এদিন ববির বার্থডে পার্টিতে জড়ো হয়েছিলেন ফটোশিকারিরা। অভিনেতাকে শুভেচ্ছা জানিয়ে ছবি তুলছিলেন। বিশাল এক কেকও কাটতে দেখা যায় তাঁকে। প্রিয় অভিনেতাকে শুভেচ্ছা জানাতে ভীড় জমিয়েছিলেন ভক্তরাও। সেখান থেকেই এক মহিলা আচমকাই ববির কাছে গিয়ে সেলফি তোলার বায়না জোড়েন। ফটোশিকারিরা চিৎকার করে না করলেও শোনেননি ওই ভক্ত। ববি দেওল কিন্তু সেখান থেকে একচুলও নড়লেন না। বরং পাপারাজ্জিদের শান্ত করে ওই মহিলা ভক্তের ফোন নিয়ে সেলফি তোলেন। আর লর্ড ববিকে এত কাছ থেকে পেয়ে জাপটে ধরে গালে চুমু বসিয়ে দিলেন ওই মহিলা। সেই মুহূর্ত সোশাল মিডিয়ায় এখন ভাইরাল। যা দেখে বেজায় খেপেছেন অন্য ভক্তরা। ওই মহিলাকে তুলোধনা করতেও ছাড়লেন না কেউ। এমনকী ওই ভক্তের এহেন আচরণের জন্য জেলে ঢোকানোর দাবিও জানিয়েছেন অনেকে।
View this post on Instagram
২৭ জানুয়ারি, শনিবার জন্মদিনের সাতসকালেই ভক্তদের চমকে দিয়েছেন ববি দেওল। বলিউডে দাপুটে কামব্যাকের পর এবার দক্ষিণী সিনেইন্ডাস্ট্রিতে পা দিতে চলেছেন অভিনেতা। ‘কাঙ্গুভা’ ছবিতে উধিরনের ভূমিকায় যে লুকে ধরা দিলেন ববি, তাতে আসমুদ্রহিমাচল একেবারে চমকে গিয়েছে। ‘কাঙ্গুভা’ ছবির প্রথম ঝলকেই ইঙ্গিত মিলল যে এই ছবি বড়সড় চমক দিতে চলেছে। ছবির পরিচালক দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় পরিচালক শিবা।
View this post on Instagram
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.