সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘অ্যানিম্যাল’ ছবিতে ববি দেওল ও রণবীর কাপুরের ধুন্ধুমার অ্যাকশন সুপারহিট। ‘অ্যানিম্যাল’ ছবিতে মাত্র ১৫ মিনিট স্ক্রিনে থেকেই গোটা নজর কেড়ে নিয়েছেন ববি। বলিপর্দায় ববির কামব্যাক যেন ঝড় তুলেছে। ঠিক এই সময়ই রটে গেল, রণবীরের ‘রামায়ণ’ ছবিতেও নাকি থাকছেন তিনি! এমনকী, খবর রটেছে ‘রামায়ণে’ নাকি ববিকে দেখা যাবে কুম্ভকর্ণের চরিত্রে!
ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক বরং। পরিচালক নীতিশ তিওয়ারি তৈরি করছেন ‘রামায়ণ’। এই ছবিতে রামের চরিত্রে অভিনয় করছেন রণবীর, সীতা হলেন সাই পল্লবী। শোনা গিয়েছে, ‘কেজিএফ’ তারকা যশ নাকি রাবণ হবেন। আর এবার রটে গেল নীতিশের এই ‘রামায়ণে’ কুম্ভকর্ণ হবেন ববি দেওল। তবে এ খবর রটে গেলেও, এই নিয়ে মুখ খুলতে চাননি ছবির টিম।
রীতিমতো মনে সাহস জুগিয়েই বড়পর্দায় ‘রামায়ণ’ আনতে চলেছেন নীতিশ। আর পরিকল্পনা অনুযায়ীই নীতিশের রামায়ণের রাম রণবীর এবং সীতা হলেন দক্ষিণী তারকা সাই পল্লবী।
এই ছবিতে রামের চরিত্রে অভিনয়ের জন্য বড়সড় ত্যাগ করলেন রণবীর। সূত্রের খবর, রামের চরিত্রে অভিনয়ের জন্য মদ, সিগারেট, মাংস ছেড়েছেন রণবীর। এমনকী, রামের অবতারে অভিনয়ের জন্য বিশেষ মেডিটেশনও করছেন নাকি তিনি।
প্রসঙ্গত, ‘আদিপুরুষ’ বিতর্কের পর ভারতের যে কোনও পরিচালকের জন্যই যে রামায়ণ অবলম্বনে ছবি তৈরি করা চ্যালেঞ্জিং হবে, তা বলাই বাহুল্য। কাজে হাত দেওয়ার আগে দু’বার ভাববেন তাঁরা। এমন উত্তপ্ত আবহাওয়ায় নীতেশ কী ভাবছেন তাঁর ছবি নিয়ে? সম্প্রতি এক সাক্ষাৎকারে এপ্রসঙ্গে মুখ খুলেছিলেন পরিচালক। তাঁর সোজাসাপটা জবাব, “দেখুন, আমি যে কন্টেন্ট তৈরি করছি, কোথাও গিয়ে সেটা আমাকেও দেখতে হবে। অতঃপর দর্শক হিসেবে যদি আমি আঘাতপ্রাপ্ত না হই, তাহলে অন্য কারও ভাবাবেগে যে সেটা আঘাত করবে না, তা নিয়ে আমি নিশ্চিত।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.