সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবার জব্বর খবর। আর তা দিলেন দেব নিজেই। য়ে ছবিতে অভিনয় করে প্রথমবার নিজেকে একেবারে অন্যভাবে পর্দায় এনেছিলেন দেব। সেই ছবিই আবার মুক্তি পেতে চলেছে। চাঁদের পাহাড়। পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়। ২০১৩ সালে মুক্তি পেয়ে বক্স অফিসে হইচই ফেলে দিয়েছিল এই ছবি। সে ম্যাজিক ফের বড়পর্দায় দেখতে পাবেন দর্শক। ২০ সেপ্টেম্বর ফের মুক্তি পাচ্ছে ‘চাঁদের পাহাড়’।
২০১৩ থেকে ২০২৪। মাঝে কেটে গিয়েছে ১১ বছর। এ কটা বছরে, সিনেমার স্টাইল পালটেছেন। দেব নিজেকে পালটেছেন। নিজেকে ভেঙে নতুন নতুন অবতারে ধরা দিচ্ছেন তিনি। তাঁর প্রমাণ ‘প্রজাপতি’, ‘কিশমিশ’, ‘বাঘাযতীন’, ‘গোলন্দাজ’, ‘কাছের মানুষ’ এবং আগামী ‘টেক্কা’ ও ‘খাদান’ ছবিতেও দেবকে দেখা যাবে একেবারেই নতুন অবতারে। বলা যায়, দেবের এই পালটে যাওয়া ‘চাঁদের পাহাড়’ ছবি থেকেই।
View this post on Instagram
এর আগে প্রযোজনা সংস্থার তরফে একটি রিল পোস্ট করে অনুরাগীদের থেকেই জানতে চাওয়া হয় যে পুনরায় তাঁরা ‘চাঁদের পাহাড়’ বড়পর্দায় দেখতে চান কি না। এই পোস্টেই মেলে বিপুল সাড়া। দেবের প্রশংসায় পঞ্চমুখ দর্শক।
এসভিএফের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টার শেয়ার করা হয়। সেখানে শঙ্কররূপে দেবের দেখা মেলে। পোস্টারে লেখা, ‘আরও একবার, বড়পর্দায়। ২০ সেপ্টেম্বর’। ক্যাপশনে লেখা হয়, ‘চাঁদের পাহাড় তোমায় ডাকছে…, শঙ্করের অ্যাডভেঞ্চার আবারও ফিরছে বড়পর্দায়! ‘চাঁদের পাহাড়’ পুনরায় মুক্তি পাচ্ছে ২০ সেপ্টেম্বর।’
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.