Advertisement
Advertisement
Sonu Nigam

‘কন্নড় সিনেমা হিন্দিতে ডাবিং করবেন না তো’, ভাষা বিতর্কে বিজেপি সাংসদকে একহাত সোনু নিগমের

বেঙ্গালুরুর বিজেপি সাংসদকে তোপ দেগে কী বলেন গায়ক?

Don't dub Kannada movies in Hindi: Sonu Nigam slams BJP leader
Published by: Sandipta Bhanja
  • Posted:May 22, 2025 9:39 am
  • Updated:May 22, 2025 9:39 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোনু নিগমের ভাষা ইস্যুর রেশ ঠান্ডা হতে না হতেই কর্ণাটকের এসবিআই কর্মীর কন্নড় বলায় আপত্তির ঘটনা যেন নতুন করে বিতর্ক উসকে দিল। আর সেই প্রেক্ষিতেই প্রতিবাদ করায় বিজেপি সাংসদ তেজস্বী সূ্র্যকে একহাত নিলেন সোনু নিগম। সাফ বললেন, ‘কন্নড় সিনেমা হিন্দিতে ডাবিং করবেন না তো!’

দিন কয়েক আগের কথা। পহেলগাঁও কাণ্ডের পর কর্নাটকের কনসার্টে অপ্রীতিকর মন্তব্যের জেরে রোষানলে পড়তে হয় সোনু নিগমকে। পহেলগাঁওতে সন্ত্রাস হামলা দেশের এক অত্যন্ত স্পর্শকাতর বিষয়। যা নিয়ে বেফাঁস মন্তব্য করার অভিযোগ উঠেছিল গায়কের বিরুদ্ধে। মামলা ওঠে হাই কোর্টে। যদিও সংশ্লিষ্ট মামলায় সোনু নিগম আপাতত স্বস্তিতে, তবে এমন আবহেই কর্নাটকের এসবিআই কর্মীর কন্নড় বলায় আপত্তির ইস্যু যেন সেই বিতর্কযজ্ঞে নতুন করে ঘৃতাহূতি দিল। বেঙ্গালুরুর বিজেপি সাংসদ তেজস্বী সূ্র্যর প্রতিবাদী বার্তায় তোপ দাগতে ছাড়লেন না সোনু নিগম।

Advertisement

সম্প্রতি গ্রাহকের অনুরোধেও কন্নড় ভাষায় কথা বলতে আপত্তি জানান কর্নাটকের জনৈক এসবিআই কর্মী। যাকে ঘিরে নতুন করে ভাষা বিতর্ক ঘনিয়েছে। অভিযোগ, বারবার অনুরোধ সত্ত্বেও ওই কর্মী নিজের বক্তব্যে অনড় থাকেন। তাঁকে বলতে শোনা যায়, “আমি কিছুতেই কন্নড় ভাষায় কথা বলতে পারব না।” ইতিমধ্যেই কন্নড়পন্থী সংগঠন কর্নাটক রক্ষণা ভেদিকে তথা কেআরভি রাজ্যজুড়ে আন্দোলনের ডাক দিয়েছে। আর সেই প্রেক্ষিতেই বিজেপি সাংসদ প্রতিবাদ করে এক্স হ্যান্ডেলে লিখেছিলেন, ‘এসবিআই কর্মীর এমন ব্যবহার কিছুতেই গ্রহণযোগ্য নয়। কর্নাটকের ব্যাঙ্কে কাস্টমার সার্ভিস দিতে হলে সংশ্লিষ্ট ভাষায় কথা বলতেই হবে।’ আর সেই মন্তব্যের পরই কোনওরকম রেয়াত না করে ধারাবাহিক পোস্টে বিজেপি সাংসদ তেজস্বী সূ্র্যকে বিঁধেছেন সোনু নিগম। ব্যঙ্গাত্মকভাবেই গায়ক লেখেন, ‘সফটওয়ার কোম্পানিগুলিতেও কন্নড় ভাষা আবশ্যিক করে দেওয়া উচিত। মার্কিন ক্লায়েন্ট যদি কর্নাটকে নিজেদের প্রজেক্ট তৈরি করতে চান, তাহলে তাঁদেরকেও কন্নড় ভাষায় কথা বলতে হবে। ভাষা নিয়ে কোনওরকম আপস নয়। এবার ঠিক আছে তো! কী বলেন তেজস্বী সূ্র্য?’ আরেকটি টুইটে (এক্স পোস্টে) সোনু নিগম লেখেন, ‘কন্নড় সিনেমাগুলি হিন্দি ভাষায় ডাবিং করারও দরকার নেই। আর কন্নড় ছবিগুলিরও প্যান ইন্ডিয়া রিলিজ বন্ধ করুন। এই কথাগুলো কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রির কোনও তারকাকে বলার বুকের পাটা আছে? নাকি আপনি গা ভাসিয়ে ভাষা যোদ্ধা হয়েছেন?’

সম্প্রতি বেঙ্গালুরুতে কনসার্ট করতে গিয়েছিলেন সোনু নিগম। কন্নড় ভাষায় গান গাওয়ার অনুরোধ করা হয় তাঁকে। বলা ভালো, একপ্রকার দুর্ব্যবহারের সঙ্গে ‘জোড়াজুড়ি’ই করা হয় গায়ককে। রেয়াত করেননি সোনুও। পালটা দিতে গিয়ে সাম্প্রতিক পহেলগাঁও সন্ত্রাসের উদাহরণ দেখিয়ে বলেন, “এমন অসহিষ্ণু মনোভাবের জন্যই পহেলগাঁওয়ে হামলা হয়েছে।” সেই ভিডিও ভাইরাল হতেই শোরগোল। সমালোচনার ঝড়! পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে সংশ্লিষ্ট ইস্যুতে ‘উসকানিমূলক মন্তব্যে’র অভিযোগে সোনু নিগমের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে ‘কর্ণাটক রক্ষণা বেদিকে’নামে কন্নড়ের এক সমাজসেবী সংস্থা। গায়কের বিরুদ্ধে ভারতীয় ন্যায়সংহিতার ৩৫২ ধারায় ইচ্ছাকৃতভাবে অপমানের অভিযোগে এফআইআর দায়ের হয়। যার জেরে কন্নড় সিনেইন্ডাস্ট্রিতেও ‘বয়কট’ করা হয় সোনুকে। এবার এসবিআই ইস্যুর পর পালটা সুর চড়ালেন সোনু নিগমও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement