সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইনস্টাগ্রাম প্রোফাইলে আপনি কি অভিনেত্রী এষা গুপ্তার ফলোয়ার? যদি হয়ে থাকেন তাহলে অ্যাকাউন্টটি খোলার আগে আপনার চারপাশটা চেক করে নিন, কেন দিলাম এই সতর্কতা, তা বুঝতে হলে চোখ রাখতে হবে তাঁর রিসেন্ট কিছু পোস্টে। সোশ্যাল সাইটের এখন হট টপিক এষা। তাঁর সেনসুয়াস ছবি ঝড় তুলেছে ইন্টারনেটে।
[কৃষ্ণাঙ্গ মডেলের সঙ্গে ভাইরাল দীপিকার নগ্ন ছবি, চাঞ্চল্য নেটদুনিয়ায়]
এইসবের সূত্রপাত একটি ভিডিও থেকে, যার ক্যাপশন ছিল “Coming Soon.. film by @arjun.mark”। সেই ভিডিওতে এষা নিজেকে মেলে ধরেছেন বোল্ড মেজাজে। এর আগেও কালো অন্তর্বাসে এষা নজর কেড়েছেন নেটিজেনদের। এবার আবারও ইনস্টাগ্রামের উত্তাপ বাড়ালেন বলিউডের এই বম্বশেল। সাম্প্রতিক ফটোশুটের কিছু ছবি ঝড় তুলেছে সোশ্যাল সাইটে। তাঁর আবেদনময় চাহনি তাঁকে করে তুলেছে টিনসেল টাউনের নয়া সাল্ট্রি ডিভা।
[ফোনে লাগাতার রাতের শয্যাসঙ্গী হওয়ার ‘অফার’, পুলিশের দ্বারস্থ কোয়েনা]
বলিউডে শুরুটা খুব একটা ভাল না হলেও ‘রুস্তম’-এর হাত ধরেই বি-টাউনের মাটিতে ফের জমি পেয়েছেন এষা। এবার আরও হয় আর সেক্সি মেজাজে নিজেকে মেলে ধরতে চলেছেন বলিউড সুন্দরী। এরই প্রমাণ মিলল নায়িকার ইনস্টাগ্রাম প্রোফাইলে। হালফিলের ‘কমান্ডো ২’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। কিন্তু এষার তুরুপের তাস এখন পরিচালক মিলন লুথারিয়ার ‘বাদশাহো’। যেখানে এষার পাশে থাকছে অজয় দেবগণ, ইমরান হাসমির মতো নাম। ছবির ট্রেলারে ইলিয়ানা ডি’ক্রুজ ও সানি লিওনকে সেন্স্যুয়াস চরিত্রে দেখা গেলেও এষা ধরা দিয়েছেন অ্যাকশন মোডে। তাই বোধহয় নিজের লাস্যময়ী রূপ সোশ্যাল মিডিয়ায তুলে ধরেছেন নায়িকা। এমনই অভিমত সিনেপ্রেমীদের একাংশের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.