সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেটে অ্যাকশন দৃশ্যের শুট করতে গিয়ে গুরুতর বিপত্তি! মারাত্মক জখম হয়ে হাসপাতালে ভর্তি জনপ্রিয় গায়ক গুরু রানধাওয়া (Guru Randhawa)। জানা গিয়েছে, পরবর্তী ছবি ‘শাওনকি সর্দার’-এর শুটিং করছিলেন পাঞ্জাবি গায়ক তথা অভিনেতা। সেখানেই এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
হাসপাতালের বিছানা থেকেই একটি ছবি শেয়ার করে দুর্ঘটনার কথা জানালেন গুরু রানধাওয়া। গলায় সার্ভিক্যাল কলার। চেহারা আংশিক রক্তাক্ত। মাথায় ব্যান্ডেজ। চোখেমুখে চোটের ছাপ স্পষ্ট। তবুও অদম্য মনের জোর। হাসিমুখেই ক্যামেরায় পোজ দিয়েছেন গুরু রানধাওয়া। হাসপাতাল থেকে ছবি শেয়ার করে গায়ক-অভিনেতা জানালেন, “আমার প্রথম স্টান্ট। আমার প্রথম চোট। তবে মনোবল এখনও অটুট। সেটা ভাঙেনি। ‘শাওনকি সর্দার’ ছবির সেটের স্মৃতি। এই অ্যাকশন সিকোয়েন্সের শুটিং করা খুব কঠিন।” হাসপাতালে শয্যাশায়ী গুরু রানধাওয়াকে দেখে অনুরাগীরা তো বটেই এমনকী ম্রুণাল ঠাকুর, অনুপম খেরস মিকা সিংয়ের মতো অনেক তারকাই উদ্বেগ প্রকাশ করলেন।
View this post on Instagram
গুরুর পাঞ্জাবি ইন্ডাস্ট্রির সহকর্মীরাও পোস্টের কমেন্ট বক্সেই গায়ক-অভিনেতার আরোগ্য কামনা করেছেন। সাহস জুগিয়ে অনুপম খের লিখেছেন, “তুমি তো সেরা। দ্রুত সেরে ওঠো।” প্রসঙ্গত, গুরু রানধাওয়ার ‘শাওনকি সর্দার’ ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। গায়ককে অ্যাকশন হিরো অবতারে দেখতে মরিয়া তাঁরা। আর সেরকম দৃশ্যের শুটিং করতে গিয়েই বিপদে পড়তে হল গুরু রানধাওয়াকে। আগামী ১৬ মে মাসে মুক্তি পাবে ‘শাওনকি সর্দার’। তার প্রাক্কালেই দুর্ঘটনার শিকার পাঞ্জাবি গায়ক-অভিনেতা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.