সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশজুড়ে পালিত হচ্ছে স্বাধীনতা দিবস। লালকেল্লা থেকে দেশবাসীর জন্য বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতার রেড রোডে স্বাধীনতা দিবস পালন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন টলিউড ও বলিউডের তারকারা।
নীল রঙের প্রেক্ষাপটে তেরঙ্গা পতাকা। এই ছবি শেয়ার করে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। “অতীতকে সম্মান করুন, বর্তমানকে উদযাপন করুন আর ভবিষ্যতের জন্য নিজেদের তৈরি করুন। স্বাধীনতা দিবসের শুভেচ্ছা”, লিখেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। ১৫ আগস্ট ‘বাঘাযতীন’ সিনেমার হিন্দি টিজার প্রকাশ করবেন। এই কথা দিয়েছিলেন দেব। কথা রেখেছেন সুপারস্টার। পাশাপাশি পোস্ট করেছেন এই ভিডিও।
View this post on Instagram
জাতীয় পতাকা হাতে ছবি দিয়ে দেশবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালেন মিমি চক্রবর্তী। ‘অ্যায় বতন’ গানে এই ভিডিও পোস্ট করে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন নুসরত জাহান।
View this post on Instagram
তেরঙ্গার মাঝে রাধা-কৃষ্ণ। এই ছবি শেয়ার করে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন অমিতাভ বচ্চন। জাতীয় পতাকা হাতে নিয়ে নিয়ে এই ছবিটি শেয়ার করেছেন বলিউডের ‘টাইগার’ সলমন খান।
View this post on Instagram
T 4739 – वन्दे मातरम् 🇮🇳
@sionvithalmandir
श्री विठ्ठल मंदिर शीव,मुंबई 400022.
(अधिक)श्रावण वद्य चतुर्दशी/अमावस्या, स्वातंत्र्य दिन, पतेती,
मंगळवार, १५ ऑगस्ट २०२३.. pic.twitter.com/QHBNUmodup— Amitabh Bachchan (@SrBachchan) August 15, 2023
বিদেশে থাকলেও ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা চোপড়া। ইনস্টাগ্রাম স্টোরিতে জানিয়েছেন স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। একইভাবে ১৫ আগস্টের শুভেচ্ছা জানিয়েছেন আলিয়া ভাট ও অনুষ্কা শর্মা। দীপিকা পাড়ুকোন পালটে ফেলেছেন নিজের সোশ্যাল মিডিয়ার প্রোফাইল পিকচার। সেখানে এখন গেরুয়া, সাদা আর সবুজ রঙের সমাহার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.