Advertisement
Advertisement
Sara Ali Khan

গণেশ বন্দনার ছবি পোস্ট করে নেটদুনিয়ায় মারাত্মক ট্রোলড সারা আলি খান

ধর্ম যার যার, উৎসব সবার!

Here is why Actress Sara Ali Khan trolled for her Ganesh Chaturthi post
Published by: Suparna Majumder
  • Posted:August 28, 2020 5:53 pm
  • Updated:August 30, 2021 1:33 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কিছুদিন আগেই মঙ্গল টিকা পরা ছবি পোস্ট করে গণেশ চতুর্থীর (Ganesh Chaturthi 2020) শুভেচ্ছা জানিয়ে ট্রোলড হয়েছিলেন শাহরুখ খান (Shah Rukh Khan)। মাস্ক ছাড়া সলমন খানের (Salman Khan) গণেশ বিসর্জনের ছবি প্রকাশ্যে আসার পরও নিন্দার ঝড় বয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। গত বছরের মতো এবারও গণেশ বন্দনার ছবি পোস্ট করে নেটদুনিয়ার একাংশের নিগ্রহের শিকার হলেন সারা আলি খান (Sara Ali Khan)।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Ganpati Bappa Morya 🙏🏻💐💗💞

Advertisement

A post shared by Sara Ali Khan (@saraalikhan95) on

[আরও পড়ুন: NEET-JEE পরীক্ষার্থীদের মুশকিল আসানে ত্রাতা সোনু, বড় ঘোষণা অভিনেতার]

বৃহস্পতিবার গণেশ বন্দনার দু’টি ছবি নিজের ইনস্টাগ্রাম (Instagram) প্রোফাইলে আপলোড করেন সারা। গোলাপি সালোয়ার পরে বিঘ্নহর্তার কাছে প্রার্থনা করেছিলেন অভিনেত্রী। ক্যাপশনে লিখেছিলেন, ‘গণপতি বাপ্পা মোরিয়া’। এতেই সোশ্যাল মিডিয়ার একাংশের কটাক্ষের শিকার হয়েছেন অভিনেত্রী। অনেকেই তির্যক ভাষায় তাঁকে আক্রমণ করেছেন। অভিনেত্রীর ধর্ম বিশ্বাস নিয়ে প্রশ্ন তুলেছেন। হিন্দু, মুসলিম না খ্রিস্টান? সেই প্রশ্নের উত্তর চেয়েছেন।

এই বিষয়ে আবার সোশ্যাল মিডিয়ার অনেককেই পাশে পেয়েছেন সইফ আলি খান (Saif Ali Khan) ও অমৃতা সিংয়ের (Amrita Singh) কন্যা। তাঁদের জবাব, সারা আলি খান সবার আগে মানুষ। সেই সম্মানটুকু তাঁর প্রাপ্য।   

 

[আরও পড়ুন: বড়পর্দায় ‘তেজস’ ওড়াতে আসছেন কঙ্গনা, প্রকাশ্যে অভিনেত্রীর ফাইটার পাইলট লুক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement