সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইশা আম্বানি ও আনন্দ পিরামলের যমজ সন্তানের জন্মদিনের পার্টি। পার্টিতে শাহরুখ খান (Shah Rukh Khan)। যাঁর হাতে সাপ ধরানোর অভিযোগ উঠল অনন্ত আম্বানির বিরুদ্ধে। সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ভিডিও।
শাহরুখ খানের এক ফ্যান পেজ থেকে আপলোড করা হয়েছে ভিডিওটি। ভিডিওতে অনন্ত আম্বানি (Anant Ambani) ও রাধিকা মার্চেন্টের সঙ্গে কথা বলছিলেন শাহরুখ। আচমকাই অনন্ত নিজের হাতে ধরে থাকা সাপটি বাদশার হাতে দিয়ে দেন। আরেকটি সাপ আবার পিছন থেকে কিং খানের ঘাড়ে ঝুলিয়ে দেওয়া হয়।
View this post on Instagram
সাপ দুটি আসল না নকল, তা জানা সম্ভব হয়নি। তবে ভিডিও দেখে নেটপাড়ার টিপ্পনি শুরু হয়ে যায়। লেখা হয়, “এলভিস যাদব জোগান দিয়েছে নাকি? এবার মানেকা গান্ধী কোথায়?” একজন আবার লেখেন, “অনন্ত আম্বানি এই কাজ করেছে বলে বন্যপ্রাণী রক্ষাকারীরা ভয় পেয়ে গিয়েছে… শাহরুখ করলে ঝাঁপিয়ে পড়ত।”
“এটা কী ধরনের পার্টি?” সেই প্রশ্নও করা হয়। “এবার কি আর কোনও কেন্দ্রীয় সংস্থা তদন্ত করবে না?” এমন কথাও লেখা হয় ভিডিওর কমেন্ট বক্সে। অবশ্য অনেকে বিষয়টিকে হালকাভাবেও নিয়েছেন। ১৪ হাজারেরও বেশি লাইক রয়েছে শাহরুখ-অনন্তের এই ভিডিওতে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.