সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের খবরের শিরোনামে তামান্না ভাটিয়া। দিন কয়েক আগেই বিজয় বর্মার সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জনে মশগুল হয়েছিল নেটপাড়া। দুই তারকাকে শহরের ইতি-উতি দেখেই অনেকেই ফিসফাস কানাঘুষো শুরু করেছিলেন। তবে সম্প্রতি সম্পর্কে সিলমোহর বসিয়েছেন দুজনেই। তবে এবার অন্য এক কারণে খবরের শিরোনামে তামান্না।
শোনা যাচ্ছে, অভিনেত্রী নাকি বিশ্বের পঞ্চম বৃহৎ হিরের মালিক! আর সেই বহুমূল্য রত্ন বসানো আংটি তাঁকে উপহার দিয়েছেন দক্ষিণী সুপারস্টার রাম চরণের স্ত্রী উপাসনা। ২০১৯ সালে ‘নরসিংহ রেড্ডি’ ছবির শুট শেষে এই উপহার তিনি তুলে দেন তামান্না ভাটিয়ার হাতে। পেল্লাই আকৃতির এক হিরের আংটি পরা অভিনেত্রীর ছবি শেয়ারও করেছিলেন রাম চরণের স্ত্রী। যিনি ‘নরসিংহ রেড্ডি’র প্রযোজনাও করেছিলেন। এই আংটির দাম নাকি ২ কোটি টাকা।
প্রসঙ্গত, ‘নরসিংহ রেড্ডি’র শুটিংয়ে তামান্নার পারফরম্যান্সে খুশি হয়েই কোনিডেলা প্রযোজনা সংস্থার তরফে তামান্না ভাটিয়াকে এই হিরের আংটি উপহার দিয়েছিলেন রাম চরণের স্ত্রী উপাসনা। এমন গুঞ্জনই রটে গিয়েছিল সর্বত্র। যা নিয়ে তোলপাড় হয়ে যায় দক্ষিণী ইন্ডাস্ট্রি। বলিউডেরও অনেকেই ভ্রু উঁচিয়েছিলেন! কারণ, বলিপাড়ার কোনও নায়িকার কাছেও হয়তো এমন বহুমূল্য বিস্বের সেরা আংটি নেই! কতটা সত্যি এই বিষয়টা?
এবার ফাঁস হল আসল রহস্য! তামান্নার আঙুলে যে আংটি দেখা যাচ্ছে, সেটা আদতেও হিরে নয়। আর এর দামও ২ কোটি না। এটি শুধুমাত্র একটি বোতল ওপেনার। প্রযোজক উপাসনা রসিকতা করেই এই ছবি টুইট করেন। যেখানে দুই তারকার খুনসুঁটি ভরা মেসেজ দেখা গিয়েছে।
This bottle opener shall have many memories attached to it . Felt awesome to catch up after so long , waiting to see you soon , miss u more https://t.co/GRuTPeD739
— Tamannaah Bhatia (@tamannaahspeaks) October 4, 2019
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.