সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউড অভিনেতারা তাঁর অপছন্দের তালিকায়! সময় বিশেষে খান-কাপুর সাম্রাজ্যের কাউকেই রেয়াত করে কথা বলেননি কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। তাঁর কটাক্ষবাণ যেন সবসময়ে তৈরিই থাকে আক্রমণের জন্য। এবার বিরাট কোহলিকে (Virat Kohli) নিয়ে বড় কথা কঙ্গনার মুখে।
বুধবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের মাঠে মাস্টার ব্লাস্টার শচীন তেণ্ডুলকরের রেকর্ড ছুঁয়ে ফেলেছেন কিং কোহলি। ১১৭ রানের ঝোড়ো ইনিংসে সমালোচকদের বুঝিয়ে দিয়েছেন যে কিং ইজ ব্যাক। অর্ধশত সেঞ্চুরি করার পরই গ্যালারিতে বসা থাকা ক্রিকেট ঈশ্বরকে সম্মান জানিয়ে মাথা নত করেছেন। শচীনও বুকে টেনে নিয়েছেন তাঁকে। বিরাট কোহলির মুকুটে নতুন পালক জোড়ায় শুভেচ্ছার বন্যা সোশাল মিডিয়ায়। আমজনতা থেকে গ্ল্যামারদুনিয়ার ব্যক্তিত্বদের মুখে মুখে যখন কোহলির নাম ঘুরছে, তখন বিরাটকে ক্যারেক্টার সার্টিফিকেট দিলেন কঙ্গনা রানাউত।
বলিপাড়ার তারকাদের নিয়ে বিরূপ মনোভাব থাকলেও কঙ্গনা কিন্তু প্রশংসায় ভরিয়ে দিলেন বিরাট কোহলিকে। ইনস্টা স্টোরিতে বিরাটের রেকর্ড গড়ার মুহূর্ত শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, “কী দুর্ধর্ষ! যাঁদের রেকর্ড ভেঙেছেন, তাঁদের প্রতিও যেভাবে সম্মান জানিয়েছেন মিস্টার কোহলি, সেটা দারুণ নজির গড়ল। যে মাটির উপর দিয়ে তিনি চলেন, তার পুজো করা উচিত। এটাই ওঁর প্রাপ্য। দারুণ চরিত্রের মানুষ।”
কঙ্গনার মুখের বিরাট কোহলির এমন প্রশংসা শুনে নেটপাড়ায় শোরগোল! আর অনুষ্কা শর্মা? বিরাটপত্নী হিসেবে তিনি আগেভাগেই বলে দিয়েছেন যে, “ঈশ্বরই সেরা চিত্রনাট্যকার। আমি কৃতজ্ঞ ঈশ্বরের আশীর্বাদে তোমার ভালোবাসা পাওয়ার জন্য। এবং মন শক্ত করে তোমার এই উত্থানের অংশীদার হতে পেরেছি। নিজের সততার জোরেই তুমি সবটা অর্জন করেছো এবং করবেও। নিজের এবং খেলাধুলার প্রতি সর্বদা সৎ থাকার জন্য ঈশ্বরের কাছে কৃতজ্ঞ। তুমি সত্যিই ঈশ্বরের সন্তান।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.